Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১০, ১৫ জানুয়ারি ২০২৬

পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত

পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে কয়েক ঘণ্টার জন্য আকাশপথ বন্ধ রাখার পর সব ধরনের ফ্লাইটের জন্য আবারও আকাশসীমা খুলে দিয়েছে ইরান। প্রায় পাঁচ ঘণ্টার এ সাময়িক স্থগিতাদেশের কারণে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে বহু এয়ারলাইনসকে ফ্লাইট বাতিল, বিলম্ব কিংবা বিকল্প রুট ব্যবহারের সিদ্ধান্ত নিতে হয়।

বার্তাসংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, বুধবার যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইম অনুযায়ী বিকেল ৫টা ১৫ মিনিটে (গ্রিনিচ মান সময় ২২১৫) ইরান আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। তবে সরকারি অনুমোদন সাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইটের আগমন ও বহির্গমন এ নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছিল।

ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইটরাডার২৪ জানায়, ইস্টার্ন টাইম অনুযায়ী রাত ১০টার কিছু আগে (গ্রিনিচ মান সময় ০৩০০) এ নোটিশ প্রত্যাহার করা হয়। এর পরপরই ধাপে ধাপে ইরানি এয়ারলাইনস মাহান এয়ার, ইয়াজদ এয়ারওয়েজ ও এভিএ এয়ারলাইনসের অন্তত পাঁচটি ফ্লাইট পুনরায় উড্ডয়ন করে।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, আকাশসীমা বন্ধের সময়ের কাছাকাছি সময়ে আগের সপ্তাহে ইরানের আকাশে ডজনখানেক বাণিজ্যিক বিমান চলাচল করছিল। ফলে হঠাৎ এ সিদ্ধান্তের প্রভাব আন্তর্জাতিক বিমান চলাচলে তাৎক্ষণিকভাবে পড়ে।

বিশ্লেষকরা বলছেন, ইরানে চলমান সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে এ সতর্কতামূলক সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা চলার মধ্যেই ইরানের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনা ঘটে।

সবার দেশ/এফএস 

সর্বশেষ