মার্কিন উপকূলে বিমান বিধ্বস্ত: শিশুসহ নিহত ৫
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ উপকূলে মেক্সিকান নৌবাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেলে গ্যালভেস্টন কজওয়ের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিমানটিতে একজন চিকিৎসাধীন রোগীসহ মোট আটজন আরোহী ছিলেন।
মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
মেক্সিকান নৌবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটি একটি জরুরি চিকিৎসা সহায়তা মিশনে নিয়োজিত ছিলো। আরোহীদের মধ্যে চারজন নৌবাহিনীর কর্মকর্তা এবং বাকি চারজন বেসামরিক নাগরিক ছিলেন। এদের মধ্যে দুজন সদস্য ছিলেন ‘মিশু অ্যান্ড মাউ ফাউন্ডেশন’ নামক একটি অলাভজনক সংস্থার, যারা মূলত গুরুতর দগ্ধ শিশুদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করে থাকে।
দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে সংশ্লিষ্ট এলাকার প্রতিকূল আবহাওয়া এবং ঘন কুয়াশাকে দায়ী করা হচ্ছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুরে দুর্ঘটনার সময় ওই এলাকায় দৃষ্টিসীমা কমে মাত্র আধা মাইলে নেমে এসেছিলো। কুয়াশাচ্ছন্ন এ বিপজ্জনক পরিস্থিতি মঙ্গলবার সকাল পর্যন্ত স্থায়ী হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
গ্যালভেস্টন কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, দুর্ঘটনার পরপরই মেক্সিকান নৌবাহিনী ও যুক্তরাষ্ট্রের স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে বিশাল উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থলে ডুবুরি দল, ক্রাইম সিন ইউনিট এবং ড্রোন ইউনিটের সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। তদন্ত ও উদ্ধার কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।
মেক্সিকোর নৌবাহিনী এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। প্রতিকূল আবহাওয়ার পাশাপাশি যান্ত্রিক কোনও ত্রুটি ছিলো কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সবার দেশ/কেএম




























