Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:০৮, ২০ জানুয়ারি ২০২৫

৭ কেজি গহনার ‘গোল্ডেন বাবা’কুম্ভমেলায়!

৭ কেজি গহনার ‘গোল্ডেন বাবা’কুম্ভমেলায়!
ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গত ১৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। মহাকুম্ভ উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে উত্তরপ্রদেশের এ শহরকে। পুণ্যতিথিতে স্নান করতে শনিবার থেকেই সাধু-সন্ন্যাসিনীরা ভিড় করতে শুরু করেছেন মহাকুম্ভ মেলায়। বেশ কয়েক জন অদ্ভুতনামী বাবাও রয়েছেন তালিকায়। তাদের মধ্যে অনেকে নজর কেড়েছেন বিবিধ কারণে।

তাদেরই একজন হলেন নিরঞ্জনী আখড়ার মহামণ্ডলেশ্বর নারায়ণনন্দ গিরি মহারাজ ওরফে ‘গোল্ডেন বাবা’ ওরফে ‘গোল্ডেন গিরি’।

কিন্তু কেন এমন নাম? কারণ, ‘গোল্ডেন বাবা’র সারা শরীরজুড়ে জায়গা পেয়েছে প্রচুর স্বর্ণালঙ্কার। সে সব সোনার গয়নার ওজন প্রায় ৭ কেজির মতো। মূল্য কয়েক কোটি টাকা। আর মহাকুম্ভে ‘গোল্ডেন বাবা’র সে চোখধাঁধানো উপস্থিতিই সকলের নজর কেড়েছে। কেরালার বাসিন্দা নারায়ণনন্দ গিরি বিশিষ্ট আধ্যাত্মিক গুরু।

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলার সময় ‘গোল্ডেন বাবা’ জানিয়েছেন যে, তিনি যে গয়নাগুলো পরেন সেগুলোর প্রতিটি কোনও না কোনও ভগবানকে উৎসর্গ করে পরা। সে ভগবানদের মধ্যে রয়েছেন নটরাজ, নরসিংহ, মুরুগান, ভদ্রকালীসহ অন্যান্য দেবতা।

কিন্তু কেন এত গয়না পরেন ‘গোল্ডেন বাবা’? তিনি জানিয়েছেন, গয়নাগুলো তাকে ‘ইতিবাচক শক্তি’ দেয় এবং পূজা করার সময়ও সেগুলোর প্রয়োজন হয়। বিভিন্ন গয়নার বর্ণনা দিয়ে ‘গোল্ডেন বাবা’ আরও জানিয়েছেন, তার শরীরে রুদ্রাক্ষ, প্রবাল, স্ফটিক, মুঙ্গা যেমন রয়েছে, তেমনই রুবি, নীলকান্তমণি এবং পান্নার মতো মূল্যবান পাথরও রয়েছে। সে সব পাথর পূজার সময় ব্যবহৃত হয়। ‘গোল্ডেন বাবা’র গয়নাগুলোর মধ্যে শ্রীযন্ত্রের প্রতীকও রয়েছে।

সাক্ষাৎকারে ‘গোল্ডেন বাবা’ বলেছেন, আমার নাম শ্রীশ্রী ১০০৮ অনন্ত শ্রী বিভূষিত স্বামী নারায়ণনন্দ গিরিজি মহারাজ। আমি কেরালা থেকে এসেছি এবং আমি সনাতন ধর্ম ফাউন্ডেশনের চেয়ারম্যান। ‘গোল্ডেন বাবা’ আরও বলেন, এ সমস্ত অলঙ্কারের মধ্যে বিশেষত্ব রয়েছে। আমি ৬.৮ কেজি ওজনের গয়না পরে রয়েছি। ১৫ বছর আগে থেকে এগুলো পরা শুরু করেছি। রুদ্রাক্ষগুলো আমার বাবা আমাকে দিয়েছিলেন। ঈশ্বর আমাকে ইতিবাচক শক্তি ছড়িয়ে দেয়ার সুযোগ দিয়েছেন।

‘গোল্ডেন বাবা’ ছাড়াও প্রচুর সোনার অলঙ্কার পরে নজর কেড়েছেন আরও এক সাধু। তিনি শ্রী পঞ্চদশনম আওয়াহন আখড়ার মহামণ্ডলেশ্বর অরুণ গিরি। তার সারা শরীরে রয়েছে মোট ৬.৭ কেজি ওজনের গয়না। এর মধ্যে বিভিন্ন গ্রহরত্নের আংটি, সোনার ব্রেসলেট এবং হীরার ঘড়ি উল্লেখযোগ্য।
 
সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন