Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০৫, ১৩ এপ্রিল ২০২৫

প্রতিকৃতি পুনর্নির্মাণে শিল্পীদের তড়িঘড়ি, প্রক্টরের সংশয়

ফের তৈরি করা হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’: ঢাবি উপাচার্য

ফের তৈরি করা হচ্ছে ‘স্বৈরাচারের প্রতিকৃতি’: ঢাবি উপাচার্য
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এবারের নববর্ষের শোভাযাত্রার মূল মোটিফ হিসেবে 'স্বৈরাচারের প্রতিকৃতি' পুনরায় তৈরি করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। 

শনিবার (১২ এপ্রিল) রাতে চারুকলা প্রাঙ্গণে শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, আমরা একটি উদ্যোগ নিয়েছিলাম, সেখানে বাঁধা এসেছে। এ ধরনের কাজে কিছু বাঁধা আসেই, ষড়যন্ত্র থাকবেই। মানুষের পরিশ্রম ও আল্লাহর ওপর ভরসা করে আমরা এগিয়ে যাবো।

তিনি এটিকে একটি ‘জাতীয় দায়িত্ব’ হিসেবে উল্লেখ করে সকলের সহযোগিতা কামনা করেন।

শোভাযাত্রার মূল মোটিফ হিসেবে আগে তৈরি করা প্রতিকৃতিটি নষ্ট হওয়ায় শিল্পীরা দ্রুত সময়ের মধ্যে ককশীট (কাঠামো) ব্যবহার করে নতুন করে এটি বানানোর চেষ্টা করছেন।

তবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ সন্দেহ প্রকাশ করে বলেন, এক মাসের কাজ এক দিনে করা সম্ভব নয়। শিল্পীরা যা করতে পারেন, তা আমরা দেখবো।

চারুকলার একদল শিল্পী ও শিক্ষার্থী দাবি করেন, স্বৈরাচারের বিরুদ্ধে শিল্পের ভাষায় প্রতিবাদ তাদের ঐতিহ্য। তবে, অন্যদিকে কিছু মহল এটিকে অপ্রয়োজনীয় রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।

গত কয়েক বছর ধরে চারুকলার শোভাযাত্রায় স্বৈরাচারবিরোধী ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক উপস্থাপন একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।

শিল্পীরা দ্রুততম সময়ের মধ্যে প্রতিকৃতি তৈরির চেষ্টা চালালেও এটি শোভাযাত্রায় ঠিক কতটা উপস্থাপন করা সম্ভব হবে, তা এখনও অনিশ্চিত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শোভাযাত্রার আয়োজক কমিটি এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

সবার দেশ/এমকেজে

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
ট্রাম্পকে প্রকাশ্য হত্যার হুমকি, তেহরানের বার্তা ঘিরে উত্তেজনা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
বাজার স্থিতিশীল করতে এলপি গ্যাস আমদানির পথে সরকার
ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
সিলেট সীমান্তে বিস্ফোরকের রহস্যজনক প্রবেশ: নাশকতার আশঙ্কা
পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক