নিরাপত্তা ও রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে বিমানের সিদ্ধান্ত
মধ্যরাতে সরানো হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন সোমবার (৫ মে)। লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রোববার (৪ মে) সন্ধ্যায় ঢাকার উদ্দেশে ছাড়বে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইট। এ গুরুত্বপূর্ণ ফ্লাইটকে ঘিরে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এরই অংশ হিসেবে শুক্রবার (২ মে) মধ্যরাতে দুইজন কেবিন ক্রুকে হঠাৎ সরিয়ে দেয়া হয়েছে দায়িত্ব থেকে।
সরিয়ে দেয়া কেবিন ক্রু দুজন হলেন—
- আল কুবরুন নাহার কসমিক, ফ্লাইট পার্সার
- মো. কামরুল ইসলাম বিপোন, জুনিয়র পার্সার
বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তাদের বদলে দায়িত্ব পেয়েছেন—
- ফ্লাইট পার্সার ডিউক
- স্টুয়ার্ডেস আনহারা মারজান
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত
বিমান বাংলাদেশ ও গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, ভিআইপি যাত্রীর নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত এবং অতীত কার্যক্রম নিয়ে সন্দেহ রয়েছে।
বিশেষ সূত্র বলছে, আল কুবরুন নাহার কসমিক নিয়মিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের ফ্লাইট পরিচালনা করতেন। শেখ হাসিনার বোন শেখ রেহানার ফ্লাইটেও দায়িত্ব পালন করেছেন তিনি। চাকরিজীবনে ১৮ বার কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন এবং একাধিকবার ‘গ্রাউন্ডেড’ হয়েছেন।
অন্যদিকে, কামরুল ইসলাম বিপোন সরকারি দলের নানা অনুষ্ঠানে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি প্রতি বছর ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে যেতেন, শেখ কামালের জন্মদিন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন এবং বিমানে শেখ রাসেল দিবস পালনের উদ্যোক্তা ছিলেন।
নিরাপত্তা ব্যবস্থায় কড়া নজর
জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে ফিরছেন তার পরিবারের সদস্য এবং বিএনপির গুরুত্বপূর্ণ কয়েকজন শীর্ষ নেতা। এ কারণে ফ্লাইটে বাড়তি নিরাপত্তার পাশাপাশি ক্রু সদস্যদের অতীত রেকর্ড যাচাই করা হয়। এতে কসমিক ও বিপোনের নাম বাদ পড়ে।
বিমানের অভ্যন্তরীণ বিভ্রান্তি
বিষয়টি ঘিরে বিমানের অভ্যন্তরে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। কারণ, শুক্রবার দুপুরেই চারজন ক্রুর তালিকা চূড়ান্ত করা হয়েছিলো। হঠাৎ মধ্যরাতে দুজনকে সরিয়ে দেয়ায় অনেকেই বিস্মিত হয়েছেন।
তবে ফ্লাইট সার্ভিস বিভাগ বলছে, এটি নিরাপত্তাজনিত একটি প্রয়োজনীয় পদক্ষেপ ছিলো। যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ফ্লাইট সূচি
- ফ্লাইট নাম্বার: বিজি ২০২
- উড্ডয়ন: হিথ্রো বিমানবন্দর, লন্ডন – রোববার (৪ মে) স্থানীয় সন্ধ্যা
- অবতরণ: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা – সোমবার (৫ মে), ভোর
সবার দেশ/কেএম