Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ৪ মে ২০২৫

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ফাইল ছবি

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আজ (৪ মে ২০২৪ খ্রিঃ) বিকেল ৪:১০ ঘটিকায় রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ মহোদয় গভীর শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তার প্রয়াণে বাংলাদেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এবং  জাতি একজন বিদগ্ধ আইনজ্ঞকে হারিয়েছে মর্মে  মাননীয় প্রধান বিচারপতি মন্তব্য করেন। 

বাংলাদেশের বিচার বিভাগের পক্ষ হতে মাননীয় প্রধান বিচারপতি তার এ অকাল প্রয়াণে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। সাংবিধানিক আইন ও ফৌজদারী আইনের তার অসামান্য দক্ষতার কারণে তিনি দেশ-বিদেশে সমদৃত ছিলেন। 

আগামীকাল বেলা ১১ ঘটিকায় তার দ্বিতীয় জানাজার নামায বাংলাদেশ সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর পূর্বে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে ধানমন্ডি তাকওয়া মসজিদে।

সবার দেশ/কেএম