Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৩:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ছয় রাজনৈতিক দল

নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপিসহ ছয় রাজনৈতিক দল
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ নতুন ছয়টি রাজনৈতিক দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার প্রক্রিয়ায় যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।

ইসির দায়িত্বশীল সূত্র জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) নিবন্ধন অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। কমিশন চাইলে এ প্রস্তাবে সংযোজন-বিয়োজন করতে পারবে। মূলত কমিশনের চূড়ান্ত অনুমোদনের পরই গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে।

সূত্র আরও জানায়, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দলকে নিবন্ধনের জন্য সুপারিশ করা হয়েছে। বাকি ১০টি দলের বিষয়ে পুনতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ছয়টি দলের আবেদন বাতিল করা হয়েছে। পুনতদন্তের আওতায় আসা দলগুলোর মধ্যে ৯টির মাঠ পর্যায়ের যাচাই হবে এবং একটি দলের তদন্তের দায়িত্ব দেওয়া হবে ইসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে।

এর আগে ইসির অতিরিক্ত সচিব আলী নেওয়াজ গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর এক শুনানিতে ২০টি দলের আবেদন পর্যালোচনা করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার দল নিবন্ধনের জন্য ১৪৩টি নতুন রাজনৈতিক সংগঠন আবেদন করে। তবে প্রাথমিক যাচাইয়ে কেউই শর্ত পূরণ না করায় তাদের ঘাটতি পূরণের সময় দেওয়া হয়। এর মধ্যে ৮৪টি দল তথ্য জমা দিলেও শর্ত পূরণ করতে ব্যর্থ হয় অধিকাংশ। শেষ পর্যন্ত ২২টি দল মাঠ পর্যায়ে যাচাই-বাছাইয়ের আওতায় আসে।

আইন অনুযায়ী, নিবন্ধন পেতে হলে দলের একটি কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হবে এবং প্রতিটি কমিটির অন্তত ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ দিতে হবে। এছাড়া কোনো দলের কেউ পূর্বে সংসদ সদস্য হয়ে থাকলে কিংবা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পেলে সেটিও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। নতুন ছয়টি দল যুক্ত হলে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াবে ৫৭-তে। উল্লেখ্য, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো দল নিবন্ধন প্রথা চালু করে ইসি।

সবার দেশ/এফএস 

সর্বশেষ