নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নিয়ন্ত্রণ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সীমিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তী সরকার। নতুন এ নির্দেশনায় বলা হয়েছে, একান্ত প্রয়োজন ছাড়া কোনও কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বিদেশ ভ্রমণ করতে পারবেন না।
সম্প্রতি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, বিদেশ ভ্রমণ সংক্রান্ত আগের নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না। অনেক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, আবার একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাওয়ার অনুমতি চাইছেন—যা আগের পরিপত্রের সুস্পষ্ট লঙ্ঘন।
পরিপত্রে বলা হয়,
লক্ষ্য করা যাচ্ছে, বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে না। মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিব একই সঙ্গে বিদেশ সফরে যাচ্ছেন, এমনকি একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশে যাচ্ছেন। এসব প্রস্তাব নিয়মিতভাবে এ কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা পূর্ববর্তী নির্দেশনার পরিপন্থি।
ফলে, প্রধান উপদেষ্টার কার্যালয় স্পষ্ট নির্দেশ দিয়েছে—এর আগে জারি করা সব পরিপত্র কঠোরভাবে প্রতিপালন করতে হবে এবং নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তার বিদেশ সফর ‘একান্ত জরুরি কারণ’ ব্যতীত অনুমোদন করা হবে না।
এ নির্দেশনার কপি পাঠানো হয়েছে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে।
অন্তর্বর্তী সরকারের এ পদক্ষেপকে প্রশাসনিক শৃঙ্খলা ও সরকারি ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখা হচ্ছে, বিশেষত নির্বাচনের প্রাক্কালে আমলাতান্ত্রিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়াস হিসেবে।
সবার দেশ/কেএম




























