প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে আবেদন শুরু ৮ নভেম্বর
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে প্রথম ধাপে দেশের ছয়টি বিভাগে মোট ১০ হাজার ২১৯টি শূন্য পদে নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়েছে।
প্রথম ধাপের আওতাভুক্ত বিভাগগুলো হলো— রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর।
এর আগে চলতি বছরের ২৮ আগস্ট রাতে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রকাশ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। পরবর্তীতে ২ নভেম্বর ওই বিধিমালা সংশোধন করে নতুন সংস্করণ প্রকাশ করা হয়। সংশোধিত বিধিমালা অনুযায়ী, আগে প্রস্তাবিত সংগীত ও শরীরচর্চা শিক্ষক পদ বাদ দেয়া হয়েছে। এছাড়া কিছু শব্দগত পরিবর্তন আনা হয়েছে বিধিমালায়।
যোগ্যতা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। প্রাপ্ত ফলাফলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে— অর্থাৎ ৪ স্কেলে কমপক্ষে ২.২৫ এবং ৫ স্কেলে কমপক্ষে ২.৮। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ, তৃতীয় শ্রেণি বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা
২০২৫ সালের ৩০ নভেম্বর তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন পদ্ধতি ও শর্ত
- আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- বিবাহিত মহিলা প্রার্থীরা তাঁদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যেকোনো একটিতে আবেদন করতে পারবেন।
- নিয়োগ উপজেলা বা শিক্ষা থানাভিত্তিক হবে। প্রার্থী কেবল নিজের উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে আবেদন করতে পারবেন।
- নিয়োগের পর প্রার্থীর চাকরির স্থানান্তর নিজ উপজেলা বা শিক্ষা থানার বিদ্যালয়গুলোর মধ্যেই সীমিত থাকবে।
- ধূমপায়ী বা মাদকাসক্তদের আবেদন না করার অনুরোধ জানানো হয়েছে।
- প্রার্থীর সনদপত্র ও ছবিতে সত্যায়নকারী কর্মকর্তার (৯ম গ্রেড বা তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা) স্বাক্ষর ও নামসহ অফিসিয়াল সিল থাকতে হবে।
আবেদন সময়সীমা
‘সহকারী শিক্ষক’ পদে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ৮ নভেম্বর ২০২৫ সকাল ১০টা ৩০ মিনিটে এবং শেষ হবে ২১ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিটে।
সবার দেশ/কেএম




























