শান্তি বজায় রাখার আহ্বান
ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় কঠোর তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজধানীর বিজয়নগরে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে লক্ষ্য করে গুলির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি এটিকে নির্বাচনী পরিবেশ নষ্টের প্রকাশ্য চেষ্টার দৃষ্টান্ত বলে আখ্যা দিয়েছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, নির্বাচনের আগে এমন সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত হতাশাজনক। প্রধান উপদেষ্টা জানান, আহত ওসমান হাদীর চিকিৎসার বিষয়টি সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন এবং চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ দিকনির্দেশনা দিয়েছেন।
এছাড়া এ হামলার রহস্য উদ্ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, হামলায় জড়িতদের সনাক্ত করতে দ্রুত তদন্ত শুরু করে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ, আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং যদি কোনও সংগঠিত পরিকল্পনার ইঙ্গিত থাকে—তাও খুঁজে বের করতে হবে।
তিনি স্পষ্ট ভাষায় জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনও সহিংসতা বরদাশত করা হবে না। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের জন্য একটি শান্ত, নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ তৈরি করাই সরকারের দায়িত্ব।
প্রধান উপদেষ্টা দেশের সব রাজনৈতিক দল, নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি শান্তি, সংযম ও দায়বদ্ধতা বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন জাতীয় নির্বাচন নির্বিঘ্নভাবে সম্পন্ন হতে পারে।
সবার দেশ/কেএম




























