প্রকাশ্যে গুলি, চলছে জীবন-মৃত্যুর লড়াই
ওসমান হাদি এখন কোমায়
ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীকে প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালেই এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন, ওসমান হাদীর মাথায় গুলি লেগেছে এবং তিনি বর্তমানে গভীর কোমায় আছেন। তার ভাষায়,
রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছি।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুকও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুক্ষণ আগে গুরুতর অবস্থায় তাকে নিয়ে আসা হয়েছে। এখনও জরুরি বিভাগেই চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কাছ থেকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা দৌড়ে গিয়ে ওসমান হাদীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে, বেলা ১১টা ৫২ মিনিটে ওসমান হাদী নিজের ফেসবুক পেজে লেখেন,
যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই। দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক।
তার এ পোস্টের পরই বিজয়নগরে তিনি হামলার শিকার হন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওসমান হাদী। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর এলাকা নিয়ে গঠিত এ আসনটিতে নির্বাচনী উত্তাপ বাড়তেই এমন হামলার ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সবার দেশ/কেএম




























