Header Advertisement

Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৪, ৪ মে ২০২৫

আপডেট: ২০:১৯, ৪ মে ২০২৫

আহত অবস্থায় রক্তাক এনসিপি নেতা

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলা

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গাজীপুরের চান্দনা এলাকায় ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল তার গাড়িতে হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলায় গাড়ির কাচ ভেঙে যায় এবং হাসনাত আব্দুল্লাহর হাত রক্তাক্ত হয়।

রোববার সন্ধ্যায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম এবং দলটির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে লেখেন,

  • হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।

অন্যদিকে, আব্দুল হান্নান মাসউদ তার ফেসবুক পোস্টে উদ্বেগ জানিয়ে দ্রুত আশেপাশের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে হামলার কারণ বা সন্দেহভাজনদের বিষয়ে কিছু জানানো হয়নি। ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না—সে প্রশ্ন ঘিরে দলের ভেতর ও বাইরে উদ্বেগ তৈরি হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে হামলার তথ্য ছড়িয়ে পড়ার পর এনসিপি কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাম্প্রতিক সময়ে বিভিন্ন অঞ্চলে সাংগঠনিক কার্যক্রম জোরদার করছে, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

চান্দনা এলাকায় এ হামলার ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পদক্ষেপ ও তদন্তের দিকেই এখন দৃষ্টি সবার।

সবার দেশ/কেএম