দেশে ফেরার প্রস্তুতিতে তারেক রহমান: আমীর খসরু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনও সময় দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত করতে পারেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ জুন) বাদ আসর রাজধানীর কাটাবনের একটি মসজিদে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসীন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, তারেক রহমানের জন্য শুধু বিএনপি নয়, দেশের সাধারণ মানুষও উন্মুখ হয়ে অপেক্ষা করছে। তিনি প্রস্তুতি নিচ্ছেন। দেশবাসীর আবেগ-ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখেই তিনি শিগগিরই দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারেন।
উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। সেখান থেকেই তিনি দল পরিচালনা করছেন। তবে সম্প্রতি লন্ডনে তার সঙ্গে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বৈঠকের পর তার দেশে ফেরার আলোচনা নতুন করে জোরালো হয়েছে।
এদিন সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) উদ্যোগে পোস্টার বাতিল ও আরপিও সংশোধনের বিষয়ে আমীর খসরু বলেন, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে কমিশন যে সিদ্ধান্ত নেবে, তা নিয়ে এখন মন্তব্য করা সঠিক হবে না।
এছাড়া তিনি জানান, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আগামী ২২ জুন চীন সফরে যাচ্ছে। এ সফরের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সবার দেশ/কেএম




























