জামায়াতের দাবি তিন শর্ত পূরণ শেষে নির্বাচন
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পূর্বে তিনটি শর্ত পূরণ করতে হবে। এগুলো হলো—মৌলিক সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন পদ্ধতি। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।