সাংবাদিকদের ব্রিফিংয়ে রাশেদ খান
‘জাতীয় পার্টিকে বিরোধী দল করার প্রস্তাবে বিস্মিত প্রধান উপদেষ্টা’
জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর প্রস্তাবে বিস্ময় প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানিয়েছেন, জাতীয় পার্টির ওপর ভর করে কোনো দল ক্ষমতায় ফিরতে পারবে না।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে রাশেদ খান এসব কথা বলেন। বৈঠকে নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার ও গণঅধিকার পরিষদের আরও দুই নেতা উপস্থিত ছিলেন।
রাশেদ জানান, প্রধান উপদেষ্টা বলেছেন আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের অংশগ্রহণের কোনো সুযোগ নেই।
নুরের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি উদ্বেগ জানিয়েছেন যে নুর পূর্ববর্তী সরকারের সময়েও বারবার হামলার শিকার হয়েছেন। এখনো এমন ন্যক্কারজনক ঘটনা ঘটছে, যা মেনে নেওয়া যায় না।
তিনি আরও জানান, সরকার নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে কোন দেশে ও কবে তাকে পাঠানো হবে তা এখনো ঠিক হয়নি।
হামলার তদন্ত প্রসঙ্গে রাশেদ খান বলেন, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রাতের মধ্যেই এর প্রতিবেদন প্রকাশ হতে পারে।
মামলার বিষয়ে তিনি জানান, নুর আহত থাকায় তিনি নিজে মামলা করতে পারেননি। তবে আমাদের আইনজীবীরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
বৈঠকে সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে রাশেদ বলেন, প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে পরামর্শ চেয়েছেন। আমরা বলেছি, সরকারকে সংবিধান ও গণভোটের ব্যাপারে অবস্থান স্পষ্ট করতে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক নেতাদের নিয়ে একটি পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছি।
ভারতের ভূমিকা নিয়ে উদ্বেগের কথাও জানান তিনি। প্রতিটি দলই বৈঠকে ভারতীয় ষড়যন্ত্র নিয়ে তাদের উদ্বেগের কথা তুলেছে। আমরা আরও জানতে চেয়েছি, সচিবালয়ে আওয়ামী আমলারা থাকলে সুষ্ঠু ভোট কীভাবে সম্ভব হবে।
নুরের সহধর্মিণী মারিয়া আক্তার বলেন, প্রধান উপদেষ্টা নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সবার দেশ/এফও




























