সন্তোষে অসন্তোষ জামায়াত!
বাংলাদেশের রাজনৈতিক আঙিনায় জামায়াতে ইসলামী নিজেকে জাতীয়তাবাদের পতাকাবাহী, ভারতবিরোধী অবস্থানের শিরদাঁড়া হিসেবে দাবি করে এসেছে। জনগণের একটি বড় অংশ তাদের এ ‘দেশপ্রেমের’ গল্পে মুগ্ধ হয়ে সমর্থন দিয়ে এসেছে। কিন্তু, সম্প্রতি ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW)-এর কথিত এজেন্ট সন্তোষ শর্মাকে দলীয় অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে জামায়াত যেন নিজের পায়ে কুড়াল মেরেছে।