ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে আঘাত হেনেছে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। শুক্রবার (১০ অক্টোবর) সকালে স্থানীয় সময় আঘাত হানা এ ভূমিকম্পের পরপরই দেশটিতে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, উপকূলীয় এলাকায় লোকজনকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।