Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২২, ৭ জানুয়ারি ২০২৫

একজন গিদাল নিজাম উদ্দিন

একজন গিদাল নিজাম উদ্দিন
ছবি: সবার দেশ

‘ভুল বুঝে চলে যাও, যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নিরবে সইবো...’, ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া, এতো যত্নে গড়াইয়াছেন সাঈ...’ সুরের মূর্ছনায় একটানা গেয়ে যাচ্ছেন অবলীলায়। কন্ঠ ও দোতারার সংমিশ্রণে এমনি যাদুকরী সম্মোহনী সুরে শত-শত আমজনতা বিমুগ্ধ। 

শুক্রবার (৩) জানুয়ারি সকাল ১১টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে একটানা গেয়ে যাচ্ছেন নিজাম উদ্দিন। একাই গাইছেন। সঙ্গী দোতারা। আর মুগ্ধ হয়ে শুনছেন শতশত দর্শক। পাঁচ টাকা, দশ টাকা, বিশ টাকা যার যার ইচ্ছেমতো খুশি হয়ে দিচ্ছেন এ বাউল শিল্পীকে। কেউ দিচ্ছেন চা-কফি, কেউ বা অফার করছেন খিচুড়ি নাস্তা।

সেদিন ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ'র ভর্তি পরীক্ষা। কলা ভবন ও সমাজ বিজ্ঞান অনুষদ ভবনে পরীক্ষার সিট। অভিভাবকগণ তাদের সন্তানদের পরীক্ষা হলে পাঠিয়ে দিয়ে এদিক-ওদিক ছড়িয়ে-ছিটিয়ে বসে আড্ডা দিচ্ছেন, পত্রিকা পড়ছেন। কেউ বা চা-কফি, ফুচকা খাচ্ছেন। হঠাৎ হ্যামিলনের বংশীবাদকের মতো জাদুকরী সুরের টানে সবাই মধুর ক্যান্টিনের সামনে এগিয়ে যাচ্ছেন। ততক্ষণে নিজাম উদ্দিনকে ঘিরে সবাই বিনোদনে মেতে উঠেছে। কেউ তার সাথে তুলছেন সেলফি। কাউকেই নিরাশ করেননি তিনি।

মো. নিজাম উদ্দিন। বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর। থাকেন রাজধানীর শুক্রাবাদের একটি মেসে। গানের ফাঁকে ফাঁকে জানতে চাইলে ‘#সবার_দেশ’ প্রতিবেদককে জানালেন ৪ কন্যা সন্তানের জনক তিনি। ৩ মেয়েকে এসএসসি পড়িয়ে বিয়ে দিয়েছেন। ছোট মেয়ে ৫ম শ্রেণিতে পড়ে। তার স্ত্রী সন্তান, মা-বাবা গ্রামে থাকেন। তিনি প্রায় প্রতিদিনই দোতারা নিয়ে বের হন জীবিকার তাগিদে। সকালে রমনাপার্ক, বিকেলে টিএসসিতে।

কিভাবে আসলেন এ পেশাতে জানতে চাইলে বলেন, তার দাদু গেন্দু গিদাল ছিলেন বাউল শিল্পী।  ওই এলাকায় বাউলকে বলে গিদাল। দাদুর হাত ধরে ছোটবেলা থেকেই ঝুঁকেন বাউল গানে। পরের জমিতে কৃষিকাজের পাশাপাশি গাইতেন গান।

নিজাম গিদাল আরও বলেন, গাইবান্ধা একটি দরিদ্র পীড়িত এলাকা। কাজকর্ম তেমন নেই বললেই চলে। তাই কৃষিকাজ ছেড়ে এসেছেন শহরে। এখন রাস্তাঘাটে ঘুরে গান করাই তার একমাত্র পেশা ও নেশা। 

গান গেয়ে সংসার চলে কিনা জানতে চাইলে বলেন, কোনওরকম দিন যাচ্ছে। দিনে প্রায় ৬০০ থেকে ৮০০ টাকা ইনকাম হয়। মাঝে মাঝে গান গাওয়ার জন্য তার ডাক পড়ে কোনও বিয়ের অনুষ্ঠানে। কখনও বা পিকনিকে। ৫৩ বছর বয়সী এ বাউল শিল্পী ১৮ বছর যাবত রমনা ও ঢাবি এলাকার পথে পথে গান করছেন।

'আমার মনের বেদনা' ও 'ক্যাম্পাস' নামে নিজাম উদ্দিন বাউলের দু'টি সিডি বের হয়েছে। তাকে পৃষ্ঠপোষকতা দিলে তিনি প্রফেশনাল দল গঠন করেও মানুষকে বিনোদন দিতে পারেন বলে জানালেন এ বাউল শিল্পী। কেউ চাইলে ০১৯৫৫৯২০২৫৬ নাম্বারে যোগাযোগ করে তাকে কোন প্রোগ্রামে হায়ারও করতে পারেন।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি