Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৫, ৩ জুন ২০২৫

বাজেটে জুলাই শহীদ ও আহতদের জন্য স্পেশাল বরাদ্দ

বাজেটে জুলাই শহীদ ও আহতদের জন্য স্পেশাল বরাদ্দ
ফাইল ছবি

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ৪০৫ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। সোমবার (২ জুন) বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করতে ইতোমধ্যে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ গঠন করা হয়েছে। পাশাপাশি, গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তরের কার্যক্রম চলছে।

প্রধান উদ্যোগসমূহ:

  • শহীদ পরিবারের জন্য মাসিক ভাতা প্রদানে নীতিমালা প্রণয়ন শীঘ্রই সম্পন্ন হবে
  • আহত ছাত্র-জনতার চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ
  • স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে জাদুঘর ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা
  • শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রমে গণঅভ্যুত্থানের আদর্শ প্রচার

অর্থ উপদেষ্টা জানান, এ বরাদ্দ শুধু আর্থিক সহায়তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গণঅভ্যুত্থানের আদর্শকে জাতীয় জীবনে প্রোথিত করার একটি প্রতিশ্রুতি। রাষ্ট্র এ আন্দোলনের শহীদ ও আহতদের সম্মান জানাতে সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ