Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৭, ৯ অক্টোবর ২০২৫

পাঁচ ইসলামী ব্যাংক  একীভূত হয়ে গঠিত হচ্ছে নতুন রাষ্ট্রীয় ব্যাংক

পাঁচ ইসলামী ব্যাংক  একীভূত হয়ে গঠিত হচ্ছে নতুন রাষ্ট্রীয় ব্যাংক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ব্যাংকিং খাতে বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক রাষ্ট্রীয় ব্যাংক গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ব্যাংক খাতের স্থিতিশীলতা, আমানতকারীদের নিরাপত্তা এবং ইসলামি ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করাকে এ উদ্যোগের মূল উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়।

সূত্র জানিয়েছে, নতুন ব্যাংকটি প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানাধীন হবে এবং এর মালিকানা থাকবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে। পরিস্থিতি স্থিতিশীল হলে ধাপে ধাপে এটি বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হবে।

গুরুত্বপূর্ণ বিষয় হলো— একীভূতকরণ প্রক্রিয়ায় কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করা হবে না এবং গ্রাহকদের আমানতের ওপর কোনো প্রভাব পড়বে না বলে উপদেষ্টা পরিষদ আশ্বস্ত করেছে।

যে পাঁচটি ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংকটি গঠিত হবে সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক।

এছাড়া বৈঠকে ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে সময়োপযোগী করার জন্য সংশোধনীও অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে সরকার।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, এ একীভূতকরণ দেশের ব্যাংকিং খাতে দীর্ঘদিনের তারল্য সংকট, অনিয়ম ও দুর্বল ব্যবস্থাপনার সমস্যা সমাধানে একটি বড় পদক্ষেপ হতে পারে। তবে সফল বাস্তবায়নের জন্য প্রশাসনিক স্বচ্ছতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবস্থাপনা নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।


সবার দেশ/এফও 
 

শীর্ষ সংবাদ:

হাদির কিছু হলে সেদিনই সরকারের শেষদিন হবে-কঠোর হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
জকসু নির্বাচনে ভিপি পদসহ ৮ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
তফসিল ঘোষণার পর লালমনিরহাট জুড়ে উৎসবের আমেজ
নোয়াখালীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
ফুলে ভরেছে যশোরের গদখালী, চাষিদের মুখে ফের হাসি
ভারতীয় আগ্রাসন ও আওয়ামী ‘সন্ত্রাসের’ বিরুদ্ধে সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধের ডাক
হাদির হামলাকারীদের আশ্রয় দিলে ঢাকায় ভারতীয় দূতাবাস বন্ধ: হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক
বেনাপোল রেলপথে পণ্য আমদানিতে ধস
সিঙ্গাপুরে নেয়া হচ্ছে হাদিকে, প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স
হাদির ওপর গুলি ‘মাথার ওপর বাজ পড়ার মতো’: সিইসি
বিচারের মুখোমুখি দাউদকান্দির সাবেক চেয়ারম্যান সুমন