Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৩০, ২৫ অক্টোবর ২০২৫

শিগগিরই ঢাকায় আসছে তহবিলের পর্যালোচনা দল

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা
ছবি: সংগৃহীত

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) স্বাগত জানিয়েছে। সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং বলেছেন, রিজার্ভ বৃদ্ধিকে আইএমএফ-সমর্থিত কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে দেখা হয়—বিশেষত এমন সময়ে যখন বাংলাদেশ এখনও পেমেন্ট ভারসাম্যের চাপের মুখে রয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা কাটাতে রিজার্ভ বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি রিজার্ভ বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক সাফল্যকে ‘উল্লেখযোগ্য ও ইতিবাচক অগ্রগতি’ হিসেবে অভিহিত করেন।

থমাস হেলব্লিং আরও জানান, ৫.৫ বিলিয়ন মার্কিন ডলারের আইএমএফ সহায়তা কর্মসূচির পঞ্চম পর্যালোচনার জন্য সংস্থার একটি মিশন দল চলতি মাসেই বাংলাদেশ সফরে আসবে। তিনি বলেন, মিশন দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করবে। মাঠপর্যায়ের সে আলোচনার পরই মূল্যায়নের ফলাফল জানা যাবে।

এদিকে, আইএমএফ কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যালোচনায় শুধু রিজার্ভের অগ্রগতি নয়, বরং বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতি এবং তা বাস্তবায়নের সামঞ্জস্যও মূল্যায়নের আওতায় থাকবে।

আইএমএফের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলারে, যা এক বছর আগে ছিলো ১৯.৯৩ বিলিয়ন ডলার।

বিশ্লেষকদের মতে, এ ঊর্ধ্বমুখী প্রবণতা বাংলাদেশের অর্থনীতির জন্য আশাব্যঞ্জক সংকেত দিচ্ছে। তবে তারা মনে করেন, রিজার্ভ ধরে রাখতে বৈদেশিক আয়ের উৎস বাড়ানো, রফতানি বৈচিত্র্য এবং ডলার বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন