Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ২০ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে এয়ার টিকিট

আন্তর্জাতিক কার্ডে কেনা যাবে এয়ার টিকিট
ছবি: সংগৃহীত

দেশে কার্যরত এয়ারলাইন্সগুলো থেকে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশগামী এয়ার টিকিট কেনা যাবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত এবং যাত্রীদের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বুধবার কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, এতদিন আন্তর্জাতিক কার্ড মূলত বিদেশি কেনাকাটার ক্ষেত্রে ব্যবহৃত হতো। দেশের ভেতরে ডিজিটাল সেটেলমেন্ট সুবিধার সীমাবদ্ধতার কারণে যাত্রীরা আন্তর্জাতিক রুটের টিকিট প্রতিযোগিতামূলক মূল্যে কেনার ক্ষেত্রে অসুবিধার মুখে পড়তেন। নতুন নীতিমালার মাধ্যমে এ সীমাবদ্ধতা দূর হবে।

সংশোধিত নীতিমালায় বলা হয়েছে, বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা দেশে কার্যরত এয়ারলাইন্স থেকে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশগামী ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। উদাহরণ হিসেবে ঢাকা–সিঙ্গাপুর এবং ঢাকা–দুবাইসহ বিভিন্ন আন্তর্জাতিক রুট উল্লেখ করা হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, সব টিকিট বিক্রয়লব্ধ আয় অবশ্যই দেশের অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে, যাতে সংশ্লিষ্ট আয় আনুষ্ঠানিক বৈদেশিক মুদ্রা হিসেবে ব্যাংকের আওতায় আসে।

এছাড়া, ভ্রমণ বরাদ্দের আওতায় ইস্যুকৃত আন্তর্জাতিক কার্ডে টিকিট ক্রয়ের ক্ষেত্রে ব্যবহৃত অর্থ পুনরায় রিফিল করা যাবে। তবে এডি ব্যাংক নিশ্চিত করবে যে এয়ারলাইন্সের টিকিট বিক্রয়লব্ধ সমস্ত অর্থ দেশে জমা হয়েছে; এরপরই কার্ড রিফিলের অনুমতি দেয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানায়, এয়ারলাইন্সগুলো তাদের বিক্রয়লব্ধ অর্থ এডি ব্যাংকে বৈদেশিক মুদ্রা হিসেবে জমা রাখার পর অবশিষ্ট অর্থ বিদেশি এয়ারলাইন্সের মূল কোম্পানিতে স্থানান্তর করতে পারবে।

এভিয়েশন শিল্প সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নীতিমালা বাংলাদেশের এয়ার টিকিটিং ব্যবস্থাকে আন্তর্জাতিক ডিজিটাল মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে, দেশীয় ও বিদেশি টিকিট মূল্যের ব্যবধান কমাবে এবং বৈদেশিক মুদ্রা লেনদেনের তদারকি আরও শক্তিশালী করবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি