ভাইরাল ভিডিওতে হুমকি দিয়ে বিপাকে
বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে জামিনের হুমকিদাতা তামান্না গ্রেফতার

বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে ‘সন্ত্রাসী’ স্বামী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে জামিনে ছাড়িয়ে আনার হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলা তামান্না শারমিন শেষ পর্যন্ত গ্রেফতার হলেন।
শনিবার (১০ মে) রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বারইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ও আলোচিত জোড়া খুন মামলার তদন্ত কর্মকর্তা মোজাম্মেল হক।
সোশ্যাল মিডিয়ায় হুমকি, নজর কাড়ে গোয়েন্দাদের
গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে জোড়া খুন মামলার প্রধান আসামি ছোট সাজ্জাদকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপরদিনই সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় তামান্না শারমিনকে বান্ডিল বান্ডিল টাকা ছুড়ে দিয়ে বলতে দেখা যায়—‘সাজ্জাদকে বের করেই ছাড়বো, কতো লাগে দেখা যাবে!’ ভিডিওটি ভাইরাল হয় এবং নড়েচড়ে বসে গোয়েন্দারা।
জোড়া খুনের পেছনে ‘ঝুট বাণিজ্য দখল’
গত ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকার অ্যাকসেস রোডে একটি প্রাইভেট কারে সন্ত্রাসী হামলা চালানো হয়। গুলিতে নিহত হন দুইজন। নিহত এক ব্যক্তির মা বাদী হয়ে মামলা করেন, যাতে ছোট সাজ্জাদ, স্ত্রী তামান্না ও আরও কয়েকজনকে আসামি করা হয়।
তদন্তে উঠে আসে, চট্টগ্রামের বায়েজিদ এলাকার লাভজনক ঝুট ব্যবসা ও পরিবহন নিয়ন্ত্রণ, আধিপত্য বিস্তার, পুরনো বিরোধ, অর্থ লেনদেন এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে।
৭ জন গ্রেফতার, আরও তদন্ত চলছে
তামান্না শারমিনসহ এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বাকলিয়া থানার পরিদর্শক বলেন, তদন্তে নতুন কিছু তথ্য মিলেছে, যা যাচাই করা হচ্ছে। তামান্নাকে জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের বিস্তারিত পাওয়া যাবে বলে আমরা আশাবাদী।
সবার দেশ/কেএম