স্থানীয়দের প্রতিরোধে দখল থেকে পিছু হটলো বিএসএফ
সিলেটের মাঠ ভারতকে উপহার দিয়েছিলো হাসিনা
এ ঘটনার সময় উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ায় বিএসএফ ও স্থানীয় যুবকরা। একপর্যায়ে বন্দুক তাক করেও পিছু হটাতে পারেনি সাহসী তরুণদের। তারা জানিয়ে দেয়, দেশের এক চুল জমিও ছাড় দেবো না।

মেঘালয়ের সবুজ পাহাড় আর ঝর্ণায় ঘেরা, ছবির মতো সুন্দর সিলেটের জাফলংয়ের নলজুড়ি মাঠটিকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মাঠটি দখলের চেষ্টা চালালে স্থানীয় যুবকদের প্রতিবাদে তা ব্যর্থ হয়।
স্থানীয়দের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরেই মাঠটি এলাকাবাসীর খেলাধুলার প্রধান কেন্দ্র। বিভিন্ন সময়ে ক্রিকেট টুর্নামেন্ট, পিকনিক ও সামাজিক আয়োজন এখানে অনুষ্ঠিত হয়। রাজধানীসহ দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসে মাঠটি দেখতে ও খেলতে।
সম্প্রতি এক টুর্নামেন্ট চলাকালীন বিএসএফ সদস্যরা মাঠে প্রবেশ করে খেলা বন্ধ করার চেষ্টা করে। তারা দাবি করে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের সীমান্ত চুক্তির মাধ্যমে ভারতকে এ জমি হস্তান্তর করেছিলেন।
তবে প্রশ্ন তোলে স্থানীয়রা—যদি তাই হয়, তাহলে ২০১৫ সালেই কেন সীমানা নির্ধারণ করে পিলার বসানো হয়নি? কেন ২০২৫ সালে এসে আবার মাঠ মাপার কথা উঠলো? আর হাসিনা তো এখন ভারতে পালিয়ে আছেন।
এ ঘটনার সময় উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়ায় বিএসএফ ও স্থানীয় যুবকরা। একপর্যায়ে বন্দুক তাক করেও পিছু হটাতে পারেনি সাহসী তরুণদের। তারা জানিয়ে দেয়, দেশের এক চুল জমিও ছাড় দেবো না।
জাফলংয়ের এই মাঠটি নিয়ে স্থানীয়দের দীর্ঘদিনের দাবিও উঠে এসেছে নতুন করে—এটি আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়ামে রূপান্তর করা হোক, যাতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্রীড়াশক্তি বিশ্বের সামনে তুলে ধরা যায়।
সবার দেশ/কেএম