গাইবান্ধায় দেশীয় মাছ চাষে লাভবান চাষীরা

২০২৪-২০২৫ এর এবারের অর্থ বছরের রাজস্ব বাজেটে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নে মোঃ আখিরুজ্জামান মিষ্টি ও রামচন্দ্রপুর ইউনিয়নে মোঃ আনোয়ার হোসেনের পুকুরে কৈ-শিং ও পাবদা-শিং প্রদর্শনী বাস্তবায়ন করা হয় গত নভেম্বরে।
নিদিষ্ট সময় পরে জাল টেনে ফলাফল যাচাই করা হলে আখিরুজ্জামানের পুকুরে ২০ মণ ও আনোয়ার হোসেনের পুকুরে ১৬ মণ কৈ- শিং মাছ পাওয়া যায়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে সফল এ দুজন চাষীর সফলতায় মুগ্ধ আশেপাশের গ্রামবাসী ও মাছ চাষীরা। তারাও দেশীয় প্রজাতির মাছ চাষে উদ্বুদ্ধ হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চায়। এ বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা, মারজান সরকার জানান এবারের বেশ কিছু মাছ চাষীদের পরামর্শ প্রদানের পাশাপাশি প্রদর্শনীর আওতায় দেশীয় মাছ চাষে আগ্রহ ও সচেতনতা তৈরি করে চাষীরা সফলতা পেয়েছেন।
মারজান সরকার বলেন, তাদের দেখে আগ্রহ ও শখের বসে অনেকেই এখন জেলা ও উপজেলা দফতরে আসছেন অল্প সময়ে কিভাবে দেশীয় মাছ চাষ করা যায় সে বিষয়ে কর্মকর্তাদের কাছে থেকে পরামর্শ ও সহযোগিতার জন্য।
সবার দেশ/কেএম