Sobar Desh | সবার দেশ মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২২, ৩০ মে ২০২৫

আরও দুইদিনের রিমান্ডে হরিরামপুর থানায়

চারদিনের রিমান্ড শেষে আদালতে মমতাজ

চারদিনের রিমান্ড শেষে আদালতে মমতাজ
ছবি: সংগৃহীত

চারদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। মানিকগঞ্জের সিংগাইর থানায় দায়ের করা এক হত্যা মামলায় এ রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

শুক্রবার (৩০ মে) বেলা সাড়ে ১১টার দিকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির করা হয়। আদালতের নির্দেশে পরবর্তীতে তাকে হরিরামপুর থানার অপর একটি মামলায় আরও দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

২০১৩ সালের ঘটনার পটভূমি

ঘটনার সূত্রপাত ২০১৩ সালে। সেদিন হরতালের সমর্থনে সিংগাইরের গোবিন্দল এলাকায় একটি মিছিল চলাকালে পুলিশের গুলিতে চারজন নিহত হন। দীর্ঘদিন পর গত বছরের ২৫ অক্টোবর, নিহতদের একজনের স্বজন মো. মজনু মোল্লা বাদী হয়ে সাবেক এমপি মমতাজ বেগমকে প্রধান আসামি করে সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে পুলিশ মমতাজকে গ্রেফতার করে এবং আদালতের কাছে চার দিনের রিমান্ডের আবেদন করে। আদালত তা মঞ্জুর করেন।

কী বলছে পুলিশ?

মানিকগঞ্জ কোর্ট পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া জানান, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে সিংগাইর থানার এক মামলায় চারদিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়। এরপর হরিরামপুর থানার আরেক মামলায় তাকে আরও দুই দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বর্তমান অবস্থা

  • বর্তমানে মমতাজ বেগম পুলিশ হেফাজতে রয়েছেন।
  • আগামী দুই দিন হরিরামপুর থানার মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
  • এর পরবর্তী পদক্ষেপ মামলার অগ্রগতি ও তদন্ত প্রতিবেদন অনুযায়ী নির্ধারিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন