Sobar Desh | সবার দেশ বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৩, ৩ জুলাই ২০২৫

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়

বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায়
ছবি: সংগৃহীত

২০২৪-২৫ অর্থবছরের শুরুতেই বড় সাফল্য দেখিয়েছে বেনাপোল কাস্টমস হাউস। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি ৫১ লাখ টাকা বেশি রাজস্ব আদায় করেছে সংস্থাটি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ অর্থবছরে বেনাপোল কাস্টমসের জন্য ৬ হাজার ৭০৫ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলো। বাস্তবে আদায় হয়েছে ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৪ দশমিক ৭২ শতাংশ বেশি।

কাস্টমস সূত্রে জানা গেছে, আগের অর্থবছরেও লক্ষ্যমাত্রা ছাড়িয়েছিলো বেনাপোল কাস্টমস। ২০২৩-২৪ অর্থবছরে ৫ হাজার ৯৪৮ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিলো ৬ হাজার ১৬৭ কোটি ৩৮ লাখ টাকা।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচি, কলম বিরতি ও শাটডাউনের মতো অস্থিরতার মাঝেও ধারাবাহিক রাজস্ব আদায়ের কৃতিত্ব কাস্টমস কর্মকর্তাদের কঠোর নজরদারি, সঠিক শুল্কায়ন এবং ফাঁকি রোধকে দেয়া হচ্ছে।

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান বলেন, চলমান অস্থিরতার মধ্যেও কমিশনারসহ কর্মকর্তাদের দফতরে উপস্থিত থেকে তদারকি করার কারণেই এ সাফল্য এসেছে।

বাণিজ্য সংশ্লিষ্টরা জানান, প্রতিবছর প্রায় ৪০ হাজার কোটি টাকার পণ্য আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে, যার ৮০ শতাংশই ভারতের সঙ্গে স্থলপথে। এ আমদানি-রফতানি থেকেই সরকার বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা রাজস্ব আয় করে থাকে।

চলতি অর্থবছরে আমদানি কিছুটা কম হলেও রাজস্ব আয় বেড়েছে। ২০২৩-২৪ অর্থবছরে বেনাপোল দিয়ে ১৫ লাখ ৮১ হাজার ৯৫৪ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিলো, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৩৪০ মেট্রিক টনে।

কাস্টমস কর্মকর্তাদের দাবি, আমদানি কম হলেও শুল্ক ফাঁকি কঠোরভাবে নিয়ন্ত্রণ করায় রাজস্ব আদায় বেড়েছে। কমিশনার মো. কামরুজ্জামান জানান, আমদানি কমলেও রাজস্ব আদায়ের প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ৫১ শতাংশ, যা বেনাপোল কাস্টমসের বড় অর্জন।

রফতানির দিক থেকেও সামান্য ঘাটতি দেখা গেছে। বন্দরের উপ-পরিচালক মামুন তরফদার জানান, ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল দিয়ে ৩ লাখ ৮১ হাজার ৪৪০ মেট্রিক টন পণ্য রফতানি হয়েছে, যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৩০ হাজার মেট্রিক টন কম।

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা জানান, প্রতিদিন বেনাপোল দিয়ে গড়ে ৪০০-৫০০ ট্রাক পণ্য আমদানি ও ১৫০-২০০ ট্রাক পণ্য রফতানি হচ্ছে। কাস্টমসের কঠোর নজরদারিতে ফাঁকি কমে গিয়ে রাজস্ব আয় বেড়েছে।

কাস্টমস কমিশনার জানান, শুল্ক ফাঁকি ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ চলছে। অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। বন্দরের অবকাঠামো উন্নয়নের কাজও চলমান রয়েছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি