আদালতের নির্দেশ
সিলেটের ১০ নার্সিং কলেজের পরীক্ষা স্থগিত
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ১০টি নার্সিং কলেজের বিএসসি নার্সিং পরীক্ষা উচ্চ আদালতের নির্দেশে তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের আদেশ অনুযায়ী, আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের শিক্ষার্থীদের যথাযথ রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরও তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে না দেয়ার অভিযোগের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত আসে। কলেজটির পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সেলিম হাসান।
তিনি জানান, আদালতের পূর্ববর্তী নির্দেশনা সত্ত্বেও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় তা বাস্তবায়ন না করে পরীক্ষার রুটিন প্রকাশ করে। বিষয়টি আদালতের নজরে আনলে বিচারপতিরা তাৎক্ষণিকভাবে পুরো পরীক্ষার কার্যক্রম স্থগিত করেন।
আনোয়ারা-মুজাহিদ নার্সিং কলেজের ২০ জন শিক্ষার্থী দীর্ঘ একবছর ধরে রেজিস্ট্রেশন এবং পরীক্ষায় অংশগ্রহণের অনুমতির জন্য সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোতে আবেদন করে আসছিলেন। বারবার চিঠি চালাচালির পরও কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।
পরিস্থিতি অনুকূলে না থাকায় কলেজ কর্তৃপক্ষ হাইকোর্টে রিট করে। এর পরিপ্রেক্ষিতে গত ২০ মে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরীক্ষার সুযোগ দিতে নির্দেশ দেন। সে নির্দেশ বাস্তবায়ন না করেই বিশ্ববিদ্যালয় পরীক্ষা নেয়ার ঘোষণা দেয়, যা আদালতের আদেশ অবজ্ঞার শামিল।
এ ঘটনায় আদালত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, সহকারী রেজিস্ট্রার ও কলেজ পরিদর্শককে আদেশ বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন।
আদালতের এ স্থগিতাদেশের ফলে আজ বুধবার থেকে শুরু হওয়ার কথা থাকা পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে আর অনুষ্ঠিত হচ্ছে না। নতুন তারিখ হাইকোর্টের পরবর্তী নির্দেশনার পর জানা যাবে।
সবার দেশ/কেএম




























