কক্সবাজার রানওয়েতে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা, বিপদ থেকে রক্ষা
কক্সবাজার বিমানবন্দরে ঢাকা অভিমুখী এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের সময় রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা খায়। শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় ৭২ জন যাত্রী নিয়ে বিমানটি বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পায়।
ঘটনার পর পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করে বিমানটিকে নিরাপত্তাজনিত পর্যবেক্ষণে নেন। প্রায় এক ঘণ্টা ধরে গ্রাউন্ড টিম বিমানের বিস্তারিত ‘থ্রো-চেক’ সম্পন্ন করে নিশ্চিত হয় যে কোনও প্রযুক্তিগত সমস্যা হয়নি। সব কিছু স্বাভাবিক পাওয়ায় রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি পুনরায় উড্ডয়ন করে নিরাপদে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রানওয়েতে থাকা মৃত কুকুরটিকে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত সরিয়ে নেয়।
কক্সবাজার বিমানবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মর্তুজা জানান,
ধাক্কায় কুকুরটি মারা গেলেও বিমানে কোনো ক্ষতি হয়নি এবং যাত্রীরা নিরাপদে ছিলেন।
তিনি আরও বলেন, দিনের বেলায় রানওয়েতে কুকুরের উপদ্রব কম থাকলেও সন্ধ্যার পর এ সমস্যা বেড়ে যায়। আলো কম থাকায় এ ধরনের ঝুঁকি বাড়ে। বর্তমানে ১৮৯ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করলেও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পূর্ণরূপে ঠেকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, রানওয়েতে প্রাণীর অনুপ্রবেশ রোধে আধুনিক প্রযুক্তি ও বেষ্টনী ব্যবস্থা জোরদার করা জরুরি, যাতে ভবিষ্যতে বড় দুর্ঘটনা এড়ানো যায়।
সবার দেশ/কেএম




























