ধলেশ্বরী নদীতে ফেরি থেকে ৫ যানবাহন তলিয়ে নিখোঁজ ১
নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদী পারাপারের সময় ফেরি থেকে একটি ট্রাকসহ মোট পাঁচটি যানবাহন নদীতে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বক্তাবলী ঘাট সংলগ্ন মাঝনদীতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্বাধীন (২৫) নামে এক ভ্যানচালক নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও নৌ-পুলিশ সূত্রে জানা যায়, বক্তাবলীর পূর্ব পাশের ঘাট থেকে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন নিয়ে ফেরিটি পশ্চিম পাড়ে যাচ্ছিলো। মাঝনদীতে পৌঁছানোর পর একটি ট্রাকের চালক হঠাৎ ইঞ্জিন চালু করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিকে এগোতে থাকে। এসময় ট্রাকের ধাক্কায় ফেরিতে থাকা একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানগাড়ি একে একে নদীতে পড়ে যায়। সবশেষে ট্রাকটিও নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনার পর ট্রাকচালকসহ অধিকাংশ আরোহী সাঁতরে তীরে উঠতে পারলেও রিকশাভ্যান চালক স্বাধীন নিখোঁজ হন। খবর পেয়ে বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেন।
বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. রকিবুজ্জামান জানান, ফেরিতে থাকা অবস্থায় যানবাহনের ইঞ্জিন বন্ধ রাখার নিয়ম থাকলেও চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌ-পুলিশ কাজ করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, দুর্ঘটনাকবলিত স্থানটি নদীর মাঝখানে এবং রাত হওয়ার কারণে উদ্ধার অভিযান চালাতে বেগ পেতে হচ্ছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার ভোরে পুরোদমে উদ্ধার অভিযান শুরু করবে। বর্তমানে নৌ-পুলিশ ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছেন।
সবার দেশ/কেএম




























