শ্মশানের নাম নিয়ে বিরোধে সৎকারে বাধা, লাশ নিয়ে স্বজনদের বিক্ষোভ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শ্মশানের নাম ভুল উল্লেখ করার অভিযোগ তুলে এক বৃদ্ধার সৎকারে বাধা দেয়া হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ করেছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে উল্লাপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
এর আগে রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উল্লাপাড়া উপজেলার ঝিকিরা মহল্লার বাসিন্দা গণেশ বনিকের স্ত্রী মিনা বনিক অসুস্থ হয়ে নিজ বাড়িতে মারা যান। সোমবার সকালে পরিবারের সদস্যরা সৎকারের প্রস্তুতি নিয়ে মরদেহটি নিয়ে যান ঘোষগাতী মহাশ্মশানে।
মৃতের ছেলে সন্তোষ বনিক অভিযোগ করে বলেন, সকালে সৎকারের জন্য ঘোষগাতী মহাশ্মশানে গেলে চাবির জন্য বাবলু ভৌমিকের কাছে যান তারা। কিন্তু তিনি চাবি দিতে অস্বীকৃতি জানান এবং সৎকারে বাধা দেন। তার দাবি ছিলো, ‘উল্লাপাড়া মহাশ্মশান’ নামে কোথাও সৎকার করা যাবে না। এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে তারা লাশ নিয়ে স্থানীয় লোকজনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে বিষয়টি মীমাংসা হলে একই মহাশ্মশানে লাশটি নিয়ে গিয়ে সৎকার সম্পন্ন করা হয়।
এলাকাবাসী রাজেশ কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে ওই মহাশ্মশানটি ‘উল্লাপাড়া মহাশ্মশান’ নামে পরিচিত ছিলো এবং উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন সেখানে সৎকার করতেন। তবে প্রায় পাঁচ বছর আগে নাম পরিবর্তন করে ‘ঘোষগাতী মহাশ্মশান’ রাখা হয় এবং একটি নতুন কমিটি গঠন করা হয়। তিনি দাবি করেন, আগের নাম পুনর্বহাল করে সব এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষের সৎকারের সুযোগ নিশ্চিত করতে হবে এবং নতুন করে প্রতিনিধিত্বমূলক কমিটি গঠন করা প্রয়োজন।
এ বিষয়ে অভিযুক্ত বাবলু ভৌমিক বলেন, ঘোষগাতী মহাশ্মশান দেখভালের জন্য কেউ নেই, তাই চাবি তার কাছেই থাকে। সকালে মৃতের স্বজনরা মাইকিংয়ে ‘উল্লাপাড়া পৌর শ্মশান’ নাম ব্যবহার করেন। ওই নামে কোনো শ্মশান না থাকায় তিনি প্রথমে চাবি দেননি। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করলে চাবি বুঝিয়ে দেয়া হয়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ বলেন, শ্মশানের চাবি দেয়া নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সাময়িক সমস্যা তৈরি হয়েছিলো। পরে পৌর প্রশাসনের মাধ্যমে চাবির ব্যবস্থা করে সৎকার সম্পন্ন করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সবার দেশ/কেএম




























