Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৪, ৩১ জুলাই ২০২৫

আদালতের আদেশ

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, বহিষ্কৃতরা স্বপদে বহাল

জিএম কাদেরের ওপর নিষেধাজ্ঞা, বহিষ্কৃতরা স্বপদে বহাল
ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোসর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত। একইসঙ্গে দল থেকে বহিষ্কৃত বেশ কয়েকজন সিনিয়র নেতাকে স্বপদে বহালের নির্দেশ দেয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম এ আদেশ দেন। আদালতের রায়ে বলা হয়, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্যদের অপসারণের সিদ্ধান্ত বৈধ নয়। ফলে তারা আগের মতোই দায়িত্ব পালন করবেন।

পদে ফিরে আসা অন্য নেতাদের মধ্যে রয়েছেন— প্রেসিডিয়াম সদস্য সোলাইমান আলম শেঠ, জহিরুল ইসলাম জহির, নাজমা আক্তার, মোস্তফা আল মাহমুদ, আরিফুল রহমান, নাসির উদ্দিন মাহমুদ, জসিম উদ্দীন জসিম এবং দফতর সম্পাদক আবদুর রাজ্জাক খান।

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, 

এ ঐতিহাসিক রায় প্রমাণ করেছে, আইন ও ন্যায়বিচার এখনও বেঁচে আছে। সত্যকে কখনো দমন করা যায় না। এ রায় কর্তৃত্ববাদী রাজনীতির বিরুদ্ধে কঠোর বার্তা।

তিনি আরও যোগ করেন, জাতীয় পার্টি কোনও একক ব্যক্তির মালিকানাধীন নয়, বরং লাখো মানুষের আশা-আকাঙ্ক্ষার প্ল্যাটফর্ম। আজ আদালতের রায়ে সে প্ল্যাটফর্ম গণতন্ত্রের পথে ফিরেছে। আমরা এখন ঐক্যবদ্ধ হয়ে পল্লীবন্ধু এরশাদের স্বপ্নের জাতীয় পার্টি গড়ে তুলবো, বলেন হাওলাদার।

রায়ের ফলে জাতীয় পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নতুন মোড় নিতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ