Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৪, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৫৬, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

প্রাথমিকের শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল 

প্রাথমিকের শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল 
ফাইল ছবি

৬ হাজার ৫৩১ জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। প্রাথমিক ও শিক্ষা অধিদফতরের পক্ষ থেকে এ আপিল করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়েছে।

আগামী রোববার (১৬ ফেব্রয়ারি) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদনের ওপর শুনানি হতে পারে বলে গণমাধ্যমকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। 

৬ ফেব্রুয়ারি ৮৪ শতাংশ কোটা পদ্ধতি মেনে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দেন বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ। রায়ে নতুন করে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের আদেশ দেয় আদালত।

এরপর থেকে বিক্ষোভ করতে থাকেন নিয়োগ বঞ্চিতরা। আজ দুপুরের দিকে আবারও শাহবাগ অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান নিক্ষেপ করেছে।

আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেছেন, বেশ কয়েকজন শিক্ষককে শাহবাগ থানায় নিয়ে গেছে পুলিশ। আর আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করে পুলিশ। 

আন্দোলনরত শিক্ষকরা বলছেন, তারা মেধা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। পুলিশ ভেরিফাই করেই তাদের নিয়োগ দেয়া হয়েছে। তাহলে কেন তাদের আন্দোলন করতে হবে। 

আন্দোলনরত শিক্ষকরা বলেন, তারা সাত দিন ধরে একটি যৌক্তিক দাবির জন্য আন্দোলন করছেন। নিয়োগ পুনর্বহালের দাবিতে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে এর আগেও তারা সড়ক অবরোধ করেন। সে সময়ও পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শক্তি ব্যবহার করে।

২০২৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন কোটার ভিত্তিতে নিয়োগ পাওয়া ৬ হাজার ৫৩১ জন শিক্ষকের নিয়োগপত্র দেয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে গত ৬ ফেব্রুয়ারি রায় দেয় হাইকোর্ট। 

এর আগে ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র প্রদানের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। কোটা পদ্ধিত অনুসরণ করে নিয়োগ দেয়ার আদেশ দেন আদালত।

গত ৩১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের (তিন পার্বত্য জেলা ছাড়া) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৩১ জন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন