Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৯, ১১ অক্টোবর ২০২৫

রোববার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান 

রোববার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান 
ছবি: সংগৃহীত

দুই দফা দাবিতে রোববার (১২ অক্টোবর) থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করতে যাচ্ছে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

তাদের মূল দাবি দুটি হলো—বাড়ি ভাতা মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ এবং চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করা।

শনিবার (১১ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি জানিয়েছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং তা অনির্দিষ্টকাল চলবে।

তিনি বলেন, রোববার থেকে প্রেস ক্লাব চত্বর শিক্ষক-কর্মচারীদের পদচারণায় মুখর হয়ে উঠবে। দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা ইতিমধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি আদায়ের কর্মসূচি শুরু করবো।

এর আগে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের এক চিঠির প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাতা ৫০০ টাকা বৃদ্ধির অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। ওই সিদ্ধান্তের পরিপত্র ৫ অক্টোবর প্রকাশ করা হয়। তবে শিক্ষক-কর্মচারীরা এ পরিপত্র প্রত্যাখ্যান করেন এবং একে ‘প্রতারণামূলক’ বলে দাবি জানান।

শিক্ষক নেতারা বলেন, আমরা শতভাগ সরকারি বেতনভুক্ত হলেও আমাদের ভাতা ও সুবিধা সরকারি চাকরিজীবীদের তুলনায় অযৌক্তিকভাবে কম। শিক্ষা উপদেষ্টা আমাদের সঙ্গে আলোচনায় বাড়ি ভাতা ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়ন হয়নি।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহত্তর শিক্ষক সমাবেশ করেছিলো। সেখানেই শিক্ষা উপদেষ্টার দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে তারা আন্দোলন স্থগিত করেছিলেন।

শিক্ষক নেতাদের হুঁশিয়ারি—প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে এবার আন্দোলন স্থগিত নয়, বরং দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজধানীতেই অবস্থান অব্যাহত থাকবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ