ছাত্র রাজনীতির দুই শীর্ষ নেতার বিয়ে
আজ গাঁটছড়া বাঁধছেন ডাকসু জিএস-চাকসু নেত্রী সানজিদা
ছাত্র রাজনীতির আঙিনায় বইছে বিয়ের সানাই। আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ। তার জীবনসঙ্গিনী হতে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য ও তুখোড় নেত্রী জান্নাতুল ফেরদাউস সানজিদা।
রাজধানীর কাঁটাবন মসজিদে ছোট পরিসরে তাদের আকদ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ছাত্র রাজনীতির দুই পরিচিত মুখ এক হতে যাওয়ায় শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বইছে খুশির আমেজ।
পাত্র-পাত্রী পরিচয়
এস এম ফরহাদ: তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ডাকসু নির্বাচনে বিপুল ভোটে জিএস নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন।
জান্নাতুল ফেরদাউস সানজিদা: কনে সানজিদা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি চাকসু নির্বাচনে ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ থেকে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার সোনাগাজী উপজেলায়।
বিয়ে নিয়ে কিছু তথ্য
জানা গেছে, ফরহাদ ও সানজিদার বিয়ের কথা আগেই পাকাপোক্ত হয়েছিলো। চলতি মাসের মাঝামাঝি সময়ে তাদের আকদ অনুষ্ঠানের কথা থাকলেও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির আকস্মিক মৃত্যুর শোকের কারণে অনুষ্ঠানটি পিছিয়ে আজ বুধবার নির্ধারণ করা হয়। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে এক পোস্টে এ বিয়ের সংবাদ নিশ্চিত করেন এবং নবদম্পতির জন্য দোয়া কামনা করেন।
একই দিনে ডাকসুর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দীন খানেরও বিয়ের সংবাদ পাওয়া গেছে। ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ এ নেতাদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পর থেকেই বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা তাদের অভিনন্দন জানাচ্ছেন।
সবার দেশ/কেএম




























