বেকারির নাম ‘করাচি’ হওয়ায় উগ্র বিজেপির হামলা

হায়দ্রাবাদে ‘করাচি বেকারি’ নামে একটি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সমর্থকরা। পাকিস্তানের শহর করাচির নামে নাম রাখার প্রতিবাদে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
ঘটনাটি ঘটে গত শনিবার দুপুর তিনটার দিকে, হায়দ্রাবাদের সামশাবাদ এলাকায়। পুলিশের হস্তক্ষেপে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ হতাহতও হয়নি বলে জানা গেছে।
তেলেঙ্গানা পুলিশের ইন্সপেক্টর কে বালারাজু জানান, সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিই।
এ প্রথম নয়—এর আগেও দেশভাগ-পূর্ব ঐতিহ্যবাহী এ বেকারিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই করাচি বেকারির বানজারা হিলস শাখায় হামলা চালায় উগ্রপন্থীরা। সেসময় হামলাকারীদের হাতে তিনরঙা পতাকা দেখা যায়, যা বিজেপির প্রতীক বলে শনাক্ত করেছেন প্রত্যক্ষদর্শীরা।
উল্লেখ্য, ‘করাচি বেকারি’ প্রতিষ্ঠিত হয় ১৯৫৩ সালে, মোজামঝাই বাজারে। এটি গড়ে তোলেন এক পরিবার, যারা ১৯৪৭ সালে দেশভাগের সময় করাচি থেকে হায়দ্রাবাদে এসে বসবাস শুরু করেন। বর্তমানে ভারতের বিভিন্ন শহরে এর শাখা রয়েছে—দিল্লি, বেঙ্গালুরু ও চেন্নাইসহ নানা বড় শহরে।
এক ম্যানেজার বলেন, আমরা ভারতীয়। শুধু নাম করাচি হওয়ায় আমাদের পাকিস্তানি বলা অনুচিত। বেকারির কোনও রাজনৈতিক সংশ্লেষ নেই।
সবার দেশ/কেএম