রাফাল ভূপাতিত, সীমান্তে উত্তেজনা চরমে
পাকিস্তানের গোলায় ৫০ ভারতীয় সেনা নিহত

ভারতের বিমান হামলার জবাবে পাকিস্তানের পাল্টা আঘাতে অন্তত ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক দৈনিক ইনডিপেনডেন্ট-এর বরাতে এমন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের একাধিক সামরিক স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে। এতে উল্লেখযোগ্যসংখ্যক সেনা হতাহত হয়েছে।
ভারতের পুঞ্চে বেসামরিক হতাহত
ভারতীয় পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় গোলাবর্ষণে ১৬ জন বেসামরিক নাগরিক এবং একজন ভারতীয় সেনা নিহত হয়েছেন। নিরাপত্তাহীনতায় অনেক বাসিন্দা গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছেন।
রাফাল ভূপাতিত, বিশাল বিস্ফোরণ
ফরাসি প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, ভারতের অন্তত একটি রাফাল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে পাকিস্তানি বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার সময় প্রচণ্ড বিস্ফোরণ হয় এবং আকাশ আলোয় ঝলমল করে ওঠে। যদিও ভারতের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি।
দাবি বনাম বাস্তবতা
পাকিস্তান দাবি করেছে, হামলায় অন্তত ৫০ সেনা নিহত। কিন্তু ভারতের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া আসেনি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত একজন সেনা এবং ১২ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত হয়েছে।
সীমান্তে যুদ্ধাবস্থা?
বিশ্লেষকরা বলছেন, চলমান উত্তেজনা যদি নিয়ন্ত্রণে না আনা হয়, তাহলে সীমান্তে সীমিত যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এর আগে ভারতের হামলায় পাকিস্তানের দুটি সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিলো বলে দাবি করে ইসলামাবাদ।
সবার দেশ/কেএম