উপগ্রহ ও কৌশলগত সার্ভারে আঘাত পাকিস্তানের
সাইবার হামলার কবলে ভারতীয় সেনাবাহিনী

গোলা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতায় এবার ভারতীয় সামরিক পরিকাঠামোর ওপর সাইবার আক্রমণ চালানোর দাবি করেছে পাকিস্তান।
শনিবার (১০ মে) দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, সফল সাইবার হামলার মাধ্যমে ভারতীয় সামরিক বাহিনীর নেভিগেশন ও যোগাযোগ উপগ্রহসহ গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো বিপর্যস্ত করা হয়েছে।
পাকিস্তানের দাবি অনুযায়ী, ভারতের সামরিক উপগ্রহগুলো ‘জ্যাম’ করে ফেলা হয়েছে, যার ফলে নেভিগেশন, কমিউনিকেশন এবং রিয়েল টাইম কৌশলগত সমন্বয়ে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় বাহিনী।
জিও টিভির খবরে বলা হয়, ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইমেইল সার্ভার ও সরকারি পোর্টালও সাইবার আক্রমণের শিকার হয়েছে। এখনো অব্যাহত রয়েছে দেশটির কৌশলগত সার্ভারগুলোর বিরুদ্ধে পাকিস্তানি হ্যাকারদের লক্ষ্যবস্তু নির্ভর অপারেশন।
সরকারিভাবে চুপ ভারত, ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে ভাতিন্ডা বিমানঘাঁটি
পাকিস্তানের তরফে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, সাইবার হামলা এখন যুদ্ধনীতির অংশ হিসেবেই ব্যবহৃত হচ্ছে। তবে ভারত সরকার এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এদিকে একইদিন সকালে পাকিস্তান দাবি করেছে, পাঞ্জাব প্রদেশের ভাতিন্ডা বিমানঘাঁটিতে তারা সফল হামলা চালিয়েছে। ঘাঁটিটি সম্পূর্ণরূপে অচল হয়ে গেছে বলে দাবি করলেও সেখানে ‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়েছিল কিনা তা স্পষ্ট করেনি পাকিস্তান সামরিক বাহিনী।
এ ঘটনার মধ্য দিয়ে ভারত-পাকিস্তান সীমান্তে টানাপড়েন আরও তীব্রতর হয়ে উঠেছে, এবং দুই দেশের মধ্যে প্রচলিত সামরিক সংঘাত এখন সাইবার যুদ্ধের নতুন মাত্রা পেয়েছে।
সবার দেশ/কেএম