Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৪, ২২ জুন ২০২৫

আপডেট: ০০:০৬, ২২ জুন ২০২৫

স্কাই নিউজ আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন

‘ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সহায়তায় প্রস্তুত রাশিয়া’

‘ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে সহায়তায় প্রস্তুত রাশিয়া’
ফাইল ছবি

রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে— এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।

শনিবার (২১ জুন) স্কাই নিউজ আরবিকে দেয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, আমরা বহুবার ইসরায়েলকে জানিয়েছি— এমন কোনও তথ্য আমাদের কাছে নেই যা প্রমাণ করে যে ইরান পারমাণবিক অস্ত্র বানাতে চায়। রাশিয়া এবং আইএইএ কখনোই এমন প্রমাণ পায়নি।

তিনি বলেন, শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে এবং এ কর্মসূচি এগিয়ে নিতে রাশিয়া তাদের সহযোগিতা করতে প্রস্তুত।

পুতিন আরও জানান, ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত বন্ধে রাশিয়া উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে এবং কিছু সমঝোতার প্রস্তাবও দিচ্ছে, তবে তিনি বিস্তারিত প্রকাশ করেননি।

প্রসঙ্গত, ১৩ জুন রাতে ইসরায়েল ইরানের অভ্যন্তরে সামরিক হামলা শুরু করে। এতে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন এবং বেসামরিকদের বাড়িঘরেও হামলার ঘটনা ঘটে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। এরপর থেকে দু’দেশের মধ্যে টানা পাল্টাপাল্টি হামলা চলছে, যার ফলে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে এবং সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

রাশিয়ার এ অবস্থান ইরান-ইসরায়েল উত্তেজনার জটিলতায় একটি কূটনৈতিক ভারসাম্য রক্ষার প্রয়াস হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

সর্বশেষ