Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫

ইয়েমেনের বন্দরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা

ইয়েমেনের বন্দরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা
ছবি: সংগৃহীত

ইসরায়েল ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ বন্দরে তীব্র বিমান হামলা চালিয়েছে। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিনভর অন্তত ১২ দফা বিমান হামলা হয়েছে।

ইসরায়েলি সেনারা রেড সি উপকূলের এ গুরুত্বপূর্ণ শহরে হামলার আগে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে এলাকা খালি করতে বলে। সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র এভিচাই আডরায় এক বার্তায় বলেন, হোদেইদাহ বন্দরের সব মানুষ এবং নোঙর করা জাহাজ অবিলম্বে এলাকা ত্যাগ করুন।

হুথিরা দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর থেকে তারা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুধু ইসরায়েল নয়, রেড সি’র জাহাজগুলোও ছিল তাদের টার্গেট।

প্রতিশোধে ইসরায়েল হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাচ্ছে। এর ফলে বেসামরিক এলাকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গত দুই সপ্তাহে হুথিরা লাল সাগরের উপকূলে ইলাত শহরের রামন বিমানবন্দরে ড্রোন হামলার দায় স্বীকার করেছে। এতে দুইজন আহত হয় এবং বিমানবন্দরের কার্যক্রম প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।

এর আগে, গত বুধবার ইয়েমেনের রাজধানী সানা ও আল-জওফ প্রদেশে ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়। পরদিন সেনারা দাবি করে, ইয়েমেন থেকে উৎক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করেছে।

আরও আগে গত মাসের শেষ দিকে ইসরায়েল সানায় বোমা হামলা চালিয়ে হুথি প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউইকে হত্যা করে। ওই হামলায় তাঁর ক্যাবিনেটের প্রায় অর্ধেক সদস্যও মারা যান। এরপর সংগঠনটি প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় এবং কয়েক সপ্তাহ পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়।

হোদেইদাহ বন্দরের ওপর সাম্প্রতিক এই হামলা ইয়েমেন সংঘাতকে নতুন করে তীব্র করে তুলেছে।


সবার দেশ/এফও

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন