বিতর্কের পর সাফাই
স্ত্রী হিন্দু, ধর্ম পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই: জেডি ভ্যান্স
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার স্ত্রী উষা ভান্সের ধর্ম নিয়ে মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন। তবে এবার তিনি নিজেই পরিষ্কার জানালেন—তার স্ত্রী খ্রিস্টান নন, হিন্দু ধর্মাবলম্বী, এবং ধর্ম পরিবর্তনেরও কোনও পরিকল্পনা নেই।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া এক্সে দেয়া এক পোস্টে জেডি ভ্যান্স এ বিতর্ককে ‘ঘৃণ্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যা দেন। তিনি জানান, তার আন্তঃধর্মীয় বিবাহ নিয়ে করা প্রশ্নটি ছিলো ব্যক্তিগত প্রকৃতির, কিন্তু একজন জন প্রতিনিধি হিসেবে তিনি সেটি এড়িয়ে যেতে চাননি।
ভ্যান্স লিখেছেন, আমাকে আমার আন্তঃধর্মীয় বিবাহ নিয়ে প্রশ্ন করা হয়েছিলো। প্রশ্নকারী সম্ভবত একজন বামপন্থী ছিলেন। আমি জন প্রতিনিধি হিসেবে মনে করেছি, জনগণের কৌতূহল দূর করা আমার দায়িত্ব। আমি কোনও ধর্মকেই অসম্মান করিনি।
তিনি আরও যোগ করেন, আমার স্ত্রী একজন হিন্দু নারী, এবং তার খ্রিস্টান হওয়ার কোনও পরিকল্পনা নেই। তবে আমি বিশ্বাস করি, আন্তঃধর্মীয় বিবাহে আমাদের ভাবনার মিল একদিন আরও গভীর হবে।
ভ্যান্সের দাবি, তার স্ত্রী উষা চিলুকুরি ভ্যান্সই তাকে বহু বছর আগে ধর্মীয় বিশ্বাসে ফেরার অনুপ্রেরণা দিয়েছিলেন। উষাই আমাকে ঈশ্বর ও বিশ্বাসের পথে ফিরিয়ে এনেছিলো, লিখেছেন ভাইস প্রেসিডেন্ট।
বিতর্কের সূত্রপাত হয় গত বুধবার, যখন এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে ভ্যান্স বলেন, এখন অধিকাংশ রবিবারই উষা আমার সঙ্গে গির্জায় যায়। আমি তাকে বলেছি, এবং আজ সবার সামনেও বলছি—আমি আশা করি একদিন উষাও আমার মতো করেই খ্রিস্টধর্মের প্রতি আকৃষ্ট হবে। আমি খ্রিস্টান সুসমাচারে বিশ্বাস করি, এবং আশা করি একদিন সে-ও করবে।
তার এ বক্তব্যের পর যুক্তরাষ্ট্রজুড়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেন, ভ্যান্স তার স্ত্রীর ধর্মীয় স্বাধীনতার প্রতি অসম্মান দেখিয়েছেন।
এ তীব্র প্রতিক্রিয়ার মধ্যেই জেডি ভ্যান্সের নতুন পোস্ট যেন বিতর্ক প্রশমনের প্রচেষ্টাই। তিনি স্পষ্ট করে বলেছেন—
আমাদের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে। উষা হিন্দু, আমি খ্রিস্টান—এটাই আমাদের সত্য, এবং এতে কোনো সমস্যা নেই।
সবার দেশ/কেএম




























