Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫৯, ২২ ডিসেম্বর ২০২৫

সম্পদের পাহাড় ছাড়িয়ে ইতিহাস গড়লেন

ইলন মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের মালিক

ইলন মাস্ক প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলারের মালিক
ছবি: সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক একের পর এক চমক দিয়েই চলেছেন। এবার তিনি এমন এক উচ্চতায় পৌঁছালেন যা এর আগে মানব সভ্যতার ইতিহাসে আর কেউ স্পর্শ করতে পারেনি। প্রথম ব্যক্তি হিসেবে ৭০০ বিলিয়ন ডলার সম্পদের মাইলফলক ছাড়িয়ে গেছেন তিনি। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৭৪৯ বিলিয়ন ডলারে।

ফোর্বসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, মাস্কের এ উল্কাসম উত্থান ঘটেছে মাত্র কয়েক দিনের ব্যবধানে। চার দিন আগেও তার সম্পদের পরিমাণ ছিলো ৬০০ বিলিয়ন ডলার। কিন্তু গত শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার সুপ্রিম কোর্টের একটি যুগান্তকারী রায়ে তার সম্পদের সাথে মুহূর্তেই যোগ হয় ১৩৯ বিলিয়ন ডলার।

মূলত মাস্কের ২০১৮ সালের একটি ‘বেতন প্যাকেজ’ নিয়ে দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছিলো। ৫৬ বিলিয়ন ডলার মূল্যের সে বিশাল চুক্তিটি আগে একটি নিম্ন আদালত বাতিল ঘোষণা করেছিলো। তবে সুপ্রিম কোর্ট সে সিদ্ধান্তকে অযৌক্তিক এবং মাস্কের প্রতি ‘অন্যায়’ হিসেবে অভিহিত করে বেতন প্যাকেজটি তাকে ফিরিয়ে দেয়ার নির্দেশ দেয়। আদালতের এ রায়ের পর টেসলার শেয়ার ও মাস্কের ব্যক্তিগত সম্পদে রেকর্ড পরিমাণ প্রবৃদ্ধি ঘটে।

এর আগে চলতি সপ্তাহের শুরুতে তার মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স-এর শেয়ার বাজারে আসার গুঞ্জনের ফলেই তিনি ৬০০ বিলিয়নের ঘরে পৌঁছেছিলেন। স্পেসএক্স এবং টেসলার ধারাবাহিক সাফল্যের ওপর ভর করেই মাস্ক এখন বিশ্বের বাকি সব ধনকুবেরদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন।

বর্তমানে ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকা বিশ্লেষণ করলে দেখা যায়, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজের চেয়ে মাস্ক এখন প্রায় ৫০০ বিলিয়ন ডলার বেশি সম্পদের মালিক। অর্থাৎ ব্যবধানটা এতটাই বেশি যে, তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্যক্তির চেয়েও মাস্ক কয়েকগুণ বেশি শক্তিশালী অবস্থানে রয়েছেন। আর্থিক বিশ্লেষকদের মতে, মাস্কের সম্পদের এ উর্ধ্বগতি অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে তিনি ট্রিলিয়নিয়ার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবেন।

সবার দেশ/কেএম

সর্বশেষ