আগামী ২০ বছরে চাকরির যুগ শেষ— দাবি মাস্কের
ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘ইউএস–সৌদি ইনভেস্টমেন্ট ফোরাম’-এ ভবিষ্যৎ শ্রমবাজার নিয়ে চমকে দেয়া পূর্বাভাস দিয়েছেন টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এলন মাস্ক। তার দাবি, আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে মানুষের জন্য চাকরি আর বাধ্যতামূলক কোনও বাস্তবতা থাকবে না—মানুষ কাজ করবে শুধুই নিজের আনন্দ বা আগ্রহ থেকে।