Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ৫ জানুয়ারি ২০২৬

নাইজেরিয়ায় বাজারে বন্দুক হামলায় নিহত ৩০

নাইজেরিয়ায় বাজারে বন্দুক হামলায় নিহত ৩০
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ার নাইজার রাজ্যের একটি ব্যস্ত বাজারে সশস্ত্র বন্দুকধারীদের ভয়াবহ হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। রোববার সিএএন-এর বরাতে এ তথ্য জানানো হয়।

গত শনিবার (৩ জানুয়ারি) বিকেলে নাইজার রাজ্যের ডেমো গ্রামের কাসুয়ান দাজি বাজারে এ নৃশংস হামলা চালানো হয়। স্থানীয় পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ‘ডাকাত’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী হঠাৎ করে বাজারে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা শুধু গুলিবর্ষণেই থেমে থাকেনি; বাজারের একাধিক স্টলে আগুন ধরিয়ে দেয় এবং বিপুল পরিমাণ খাদ্যসামগ্রী লুট করে নিয়ে যায়। এতে মুহূর্তের মধ্যে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিক হিসাবে অন্তত ৩০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি কয়েকজনকে অপহরণ করা হয়েছে, যাদের উদ্ধারে নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে। তবে স্থানীয়দের দাবি, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে এলোপাতাড়ি গুলি চালায়। তাদের দাবি, এ হামলার আগেই পার্শ্ববর্তী আগওয়ারা ও বোরগু গ্রামসহ আশপাশের এলাকায় ধারাবাহিকভাবে সহিংসতা চলছিলো।

হামলায় আহত দাউদা শাকুল্লে জানান, নারী ও শিশুদের ওপরও কোনো ধরনের দয়া দেখায়নি হামলাকারীরা। তার অভিযোগ, হামলার পর দীর্ঘ সময় ধরে সেখানে কোনো নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ছিলো না। স্থানীয় বাসিন্দারাই এখন পর্যন্ত নিহতদের মরদেহ উদ্ধার ও আহতদের সহায়তার কাজ করছেন।

আরেক প্রত্যক্ষদর্শী খালিদ পিসসা দাবি করেন, কাসুয়ান দাজির পাশাপাশি চুকামা ও শাঙ্গা এলাকাতেও হামলা চালানো হয়েছে। তার মতে, এসব এলাকায় নিহতের মোট সংখ্যা ৪০ ছাড়িয়ে যেতে পারে।

এ ঘটনার পর নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে তিনি অপহৃতদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর পাশাপাশি বনাঞ্চলঘেঁষা অরক্ষিত গ্রামগুলোতে নিরাপত্তা অভিযান জোরদার করার আশ্বাস দেন।

উল্লেখ্য, এর মাত্র কয়েক সপ্তাহ আগেই একই অঞ্চলে ৩০০-এর বেশি স্কুলশিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করা হয়েছিলো, যারা প্রায় এক মাস পর মুক্তি পান। উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলা ও অপহরণ বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ