Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৯, ৮ জানুয়ারি ২০২৬

স্মার্ট সিটির নতুন অধ্যায়

চালকবিহীন ট্যাক্সির যুগে দুবাই

চালকবিহীন ট্যাক্সির যুগে দুবাই
ছবি: সংগৃহীত

চালকহীন ট্যাক্সির যুগে প্রবেশ করতে যাচ্ছে দুবাই। স্মার্ট সিটি হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর পরিবহণ ব্যবস্থায় বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এ উদ্যোগ নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

সম্প্রতি দুবাইয়ে উদ্বোধন করা হয়েছে চীনা প্রযুক্তি জায়ান্ট বাইদুর স্বয়ংক্রিয় যানবাহন সেবা ‘অ্যাপোলো গো’-এর অত্যাধুনিক যান চলাচল নিয়ন্ত্রণ ও অপারেশন সেন্টার। চীনের বাইরে এটি বাইদুর প্রথম এবং সবচেয়ে বড় এমন স্থাপনা, যা দুবাই সায়েন্স পার্কে প্রায় দুই হাজার বর্গমিটার জায়গাজুড়ে গড়ে তোলা হয়েছে। দুবাই রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) মহাপরিচালক মাতার আল তায়ার ও বাইদুর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ অপারেশন সেন্টারটি মূলত চালকহীন যানবাহনের একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ হাব হিসেবে কাজ করবে। এখান থেকেই স্বয়ংক্রিয় গাড়িগুলোর চলাচল পর্যবেক্ষণ, রিয়েল-টাইম সিমুলেশন, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং সফটওয়্যার আপডেটসহ সব গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্পটির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো, দুবাই আরটিএ প্রথমবারের মতো বাইদুকে জনবহুল সড়কে কোনও নিরাপত্তা চালক ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি চালানোর অনুমতি দিয়েছে। অর্থাৎ মানব হস্তক্ষেপ ছাড়াই চালকহীন ট্যাক্সি সরাসরি রাস্তায় চলাচল করবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিক থেকেই দুবাইয়ে বাণিজ্যিকভাবে এ চালকহীন ট্যাক্সি সেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

প্রাথমিক পর্যায়ে সীমিত সংখ্যক যান দিয়ে এ সেবা শুরু হলেও ধাপে ধাপে বহরে গাড়ির সংখ্যা বাড়িয়ে এক হাজারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সফল বাস্তবায়নের মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ট্যাক্সি সেবা সম্প্রসারণ করা হবে।

দুবাইয়ের কর্মকর্তারা মনে করছেন, এ উদ্যোগ শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং শহরের যানজট কমানো, কার্বন নিঃসরণ হ্রাস এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে জনজীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক যানবাহন ব্যবস্থার মাধ্যমে নিরাপদ, দক্ষ ও পরিবেশবান্ধব পরিবহণ ব্যবস্থা গড়ে তোলাই এর মূল লক্ষ্য।

বাইদু অ্যাপোলো গো ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে কয়েক কোটি কিলোমিটার স্বয়ংক্রিয় ড্রাইভিং সম্পন্ন করেছে। এ দীর্ঘ বাস্তব অভিজ্ঞতা দুবাইয়ের স্মার্ট ট্রান্সপোর্ট অবকাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতের একটি গ্লোবাল টেস্টিং ল্যাবরেটরি হিসেবে দুবাইকে গড়ে তোলার যে লক্ষ্য আমিরাত সরকার নিয়েছে, চালকহীন ট্যাক্সি প্রকল্প তারই একটি গুরুত্বপূর্ণ ও বাস্তব উদাহরণ।

সূত্র: গালফ নিউজ

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি