আটক ২
সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের অভিযোগে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মৃধাকান্দী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুজন হলেন রবিন ও ফারুক। তারা দুজনই সোনারগাঁ উপজেলার কাজিরগাঁও গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন ছিনতাইকারী মৃধাকান্দী এলাকায় মহাসড়কসংলগ্ন পথচারীদের কাছ থেকে টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছিলো। বিষয়টি স্থানীয় লোকজন টের পেলে তারা ছিনতাইকারীদের ধাওয়া দেন। একপর্যায়ে জনতার ক্ষোভে ছিনতাইকারীদের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিতে আগুন ধরিয়ে দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং রবিন ও ফারুক নামে দুইজনকে আটক করে। তবে ঘটনাস্থল থেকে অন্য ছিনতাইকারীরা পালিয়ে যায় বলে জানা গেছে।
পরে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সিএনজিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহিববুল্লাহ জানান, ছিনতাইয়ের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। পালিয়ে যাওয়া অন্য ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সবার দেশ/কেএম




























