Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫, ২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৫:৪৩, ২ জানুয়ারি ২০২৬

আকাশে উড়াল দিলো ছড়ার পাখি

ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই

ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই
ছবি: সংগৃহীত

বাংলা শিশুসাহিত্যের অন্যতম শক্তিমান ও জনপ্রিয় ছড়াকার, একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত সুকুমার বড়ুয়া আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৮ বছর। ছন্দ, ব্যঙ্গ আর প্রাণবন্ত ভাষায় কয়েক প্রজন্মের শিশু-কিশোরকে যিনি মুগ্ধ করে রেখেছিলেন, সে ছড়ার জাদুকর শুক্রবার (২ জানুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় অবস্থিত জে কে মেমোরিয়াল হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে তার মেয়ে অঞ্জনা বড়ুয়া গণমাধ্যমকে জানান, গত এক সপ্তাহ ধরে তার বাবা চট্টগ্রামের একটি মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার আরও অবনতি হলে শুক্রবার ভোরে তাকে জে কে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়। তার ফুসফুসে পানি জমে গিয়েছিলো। চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন সুকুমার বড়ুয়া। শৈশব থেকেই ভাষা ও ছন্দের প্রতি গভীর টান ছিলো তার। জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও সাহিত্যচর্চা থেকে নিজেকে কখনো দূরে সরিয়ে নেননি তিনি।

ষাটের দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ সালে ঢাকার তোপখানা রোডে মাত্র ছয় টাকায় একটি বেড়ার ঘর ভাড়া নিয়ে লেখালেখির জীবন শুরু করেন সুকুমার বড়ুয়া। কর্মজীবনের পাশাপাশি নিরলস সাহিত্যচর্চা চালিয়ে যান তিনি। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে অবসরে যান।

প্রায় ছয় দশক ধরে ছড়া রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে নিজস্ব একটি অবস্থান তৈরি করেন তিনি। পাঠক ও সাহিত্যাঙ্গনে তিনি পরিচিত হন ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’, ‘ছড়াসম্রাট’সহ নানা বিশেষণে। তার ছড়ায় যেমন ছিলো ব্যঙ্গ ও হাস্যরস, তেমনি ছিলো নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা ও সময়ের রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন।

তার উল্লেখযোগ্য ছড়ার বইয়ের মধ্যে রয়েছে পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, নদীর খেলা, ছোটদের হাট, মজার পড়া ১০০ ছড়া, যুক্তবর্ণ, চন্দনার পাঠশালা এবং জীবনের ভেতরে বাইরে। এসব বই বহু বছর ধরে শিশু-কিশোরদের প্রিয় পাঠ্য হিসেবে জায়গা করে নিয়েছে।

ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে তাকে একুশে পদকে ভূষিত করে সরকার। এছাড়াও তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা, চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।

সুকুমার বড়ুয়ার মৃত্যুতে বাংলা শিশুসাহিত্য হারালো এক প্রাণবন্ত কণ্ঠস্বর, যিনি সহজ ভাষায়, ছন্দের খেলায় শিশুদের আনন্দ দেয়ার পাশাপাশি সমাজ ও সময়কে তুলে ধরেছিলেন। তার সৃষ্টি বেঁচে থাকবে পাঠকের হৃদয়ে, প্রজন্ম থেকে প্রজন্মে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সোনারগাঁয়ে ছিনতাইকারীদের সিএনজিতে জনতার আগুন
ইরানবিরোধী হামলায় সৌদি আকাশসীমা নয়: যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা রিয়াদের
নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের হুঁশিয়ারি
বিমান পরিচালনা পর্ষদে সরকারের তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি
একুশে বইমেলা-২০২৬ শুরু ২০ ফেব্রুয়ারি
পাঁচ ব্যাংকের আমানতকারীরা ২ বছরের মুনাফা পাবেন না
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা স্থগিত
দীর্ঘ বিরতির পর কুমিল্লায় তারেক রহমান
সোনার ভরি ছাড়ালো ২ লাখ ৩৪ হাজার টাকা
নাটোরের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান বাগাতিপাড়ার সামসুন্নাহার ও তৌহিদুল হক
ছাত্রীকে নিয়ে প্রধান শিক্ষকের পলায়ন, মাদরাসায় অগ্নিসংযোগ
নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২
মিথ্যা ঘোষণায় আমদানি করা ভারতীয় ইলিশের চালান আটক
ইরান বিক্ষোভ দমনে সফল, সরকারপন্থিদের দখলে রাজপথ
রংপুরে বিষাক্ত মদপানে মৃত্যু মিছিল, সংখ্যা বেড়ে ৮
চেম্বার আদালতেও হতাশ হাসনাতের আসনের বিএনপি প্রার্থী মুন্সী
বিএনপি নেতা সাজু বহিষ্কার
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের সাক্ষাৎ
আমিরাতে ৪৪০ বাংলাদেশি বন্দির মুক্তি
ইরানে হস্তক্ষেপ হলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি উড়িয়ে দেবেন খামেনি