Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৪, ১৭ মার্চ ২০২৫

অতীত নিয়ে কান্নাকাটি করে লাভ নেই

আমরা ছোট মাঠের খেলার খেলোয়াড় না: প্রধান উপদেষ্টা

পুলিশকে নিয়ে মানুষের নেতিবাচক ধারণা আছে। সাধারণত তারা মনে করে, পুলিশ আগে খারাপটাই করে। এখন আমাদের ভালোটা আগে দেখাতে হবে। বাহিনী সামগ্রিকভাবে শক্তিশালী, তবে সে শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

আমরা ছোট মাঠের খেলার খেলোয়াড় না: প্রধান উপদেষ্টা
ফাইল ছবি

বাংলাদেশ বিশ্বমানের খেলোয়াড়, শুধুমাত্র ছোট পরিসরের প্রতিযোগী নয়—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, স্বপ্নের, সাধের বাংলাদেশ গঠনে সবাইকে দলবদ্ধভাবে খেলতে হবে। টিমওয়ার্ক অত্যন্ত জরুরি, আর বাংলাদেশে যতগুলো টিম আছে, তার মধ্যে পুলিশ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বিশেষ বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমরা দুনিয়ার মাঠে খেলার খেলোয়াড়, ছোট মাঠে খেলার খেলোয়াড় নই। বাংলাদেশ অপূর্ব এক দেশ। আমাদের দেখে লোকে হাততালি দেয়—এরা এসেছে, বাংলাদেশ নেমেছে! এ ভাবমূর্তি গড়ে তুলতে হবে। আমরা বাস্তবে পারি, আমাদের সে সুযোগ আছে। এ সুযোগগুলো যেনো আমরা গ্রহণ করি।

তিনি আরও বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করে লাভ নেই। নতুন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে এবং করে দেখাতে হবে। মুখে নয়, কাজে প্রমাণ করতে হবে—এ হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী।

পুলিশ বাহিনীর ইমেজ পরিবর্তনের গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে নিয়ে মানুষের নেতিবাচক ধারণা আছে। সাধারণত তারা মনে করে, পুলিশ আগে খারাপটাই করে। এখন আমাদের ভালোটা আগে দেখাতে হবে। বাহিনী সামগ্রিকভাবে শক্তিশালী, তবে সে শক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে হবে।

টিমওয়ার্কের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, এ কাঠামোর (পুলিশ বাহিনী) কাছে অনেক শক্তি আছে। কিন্তু এটি একক কোনো নির্দেশের মাধ্যমে পরিচালিত হবে না। এটি হবে টিমওয়ার্কের মাধ্যমে, সবাই মিলে একটি টিমের মতো খেলতে হবে। বাংলাদেশে যতগুলো গুরুত্বপূর্ণ টিম আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমরা—পুলিশ বাহিনী।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের সামনে দারুণ সম্ভাবনা রয়েছে। তবে তা বাস্তবে রূপ দিতে হলে আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে।

বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টার এ বক্তব্য বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নতুন সরকারের দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পাঁচ অস্ত্রসহ গ্রেফতার লিটন গাজী সম্পর্কে সব জানালো পুলিশ সুপার
আনসার ভিডিপি ব্যাংকের ৯ কোটি টাকা আত্মসাৎ, ব্যবস্থাপক গ্রেফতার
লালমনিরহাটে স্বামী হত্যা মামলায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন
ভোলাহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
বাংলাদেশ সীমান্তে পঁচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ
সুদের টাকার জন্য নোয়াখালীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, গ্রেফতার-১
ইমরান খান বেঁচে আছেন, দেশ ছাড়তে চাপ: পিটিআই
হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
শুরু হলো বিজয়ের মাস
বিডিআর হত্যাকাণ্ডে ভারত জড়িত
খালেদা জিয়ার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত সেক্রেটারি
স্কুল ভর্তির লটারি ১১ ডিসেম্বর
বিডিআরকে দুর্বল করে ক্ষমতা টিকিয়ে রাখাতেই পিলখানা হত্যাকাণ্ড
ছয় উপসচিবের দফতর পরিবর্তন