Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৬, ৭ এপ্রিল ২০২৫

‘লাঠিপেটা নয়, বুদ্ধিমত্তা’- পুলিশের নতুন মুখ রিয়াদ হোসেন

রাষ্ট্রপতির পদক পাচ্ছেন সে পুলিশ সদস্য

রাষ্ট্রপতির পদক পাচ্ছেন সে পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত

গত ২৭ মার্চ সচিবালয়ের সামনে চলমান আন্দোলন দমনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন এক পুলিশ সদস্য—কনস্টেবল রিয়াদ হোসেন।

যখন অন্য ইউনিটগুলো ছিল বিক্ষোভ নিয়ন্ত্রণে প্রস্তুত, তখন রিয়াদ লাঠিপেটা না করে কেবল লাঠির অঙ্গভঙ্গি দিয়ে ছত্রভঙ্গ করেছিলেন বিক্ষোভকারীদের। তার এ অভিনব কৌশল এবং সহনশীল মনোভাব সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। সমাজের সর্বস্তরে প্রশংসিতসহন তিনি।

আজ সে মানবিক, কৌশলী পুলিশ সদস্যই পাচ্ছেন দেশের অন্যতম মর্যাদাসম্পন্ন স্বীকৃতি—রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালে নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে জনশৃঙ্খলা রক্ষায় অভিনব বুদ্ধিদীপ্ত পুলিশিং কৌশলের স্বীকৃতি হিসেবে রিয়াদ হোসেনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তৌফিক আহমেদ।

ভিডিও ভাইরাল থেকে পদক—এক জনতার স্বীকৃতি

ভিডিওতে দেখা যায়, রিয়াদ হাতে লাঠি থাকলেও আঘাত না করে বরং নাটকীয়ভাবে লাঠি ঘুরিয়ে, আন্দোলনকারীদের অনুরোধ করেন সরতে। এ আচরণে কোনো গালি নেই, হুমকি নেই, নেই অতিরিক্ত বলপ্রয়োগ—বরং ছিলো শান্ত, যুক্তিপূর্ণ ব্যবস্থাপনা।

এ ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয় এবং তাকে ‘মানবিক পুলিশ’ নামে আখ্যা দেয় অনেকেই।

পুলিশের ভেতরে নতুন চেতনার উদাহরণ

রিয়াদের এ স্বীকৃতি প্রমাণ করে, জনগণের সঙ্গে দূরত্ব নয়—সম্পর্কই পুলিশিংয়ের ভবিষ্যৎ কৌশল। এতে পুলিশের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস বাড়বে বলেও মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

একজন বিক্ষোভকারীর ভাষ্য

আমরা থমকে গিয়েছিলাম। ওর চোখে কোনো রাগ ছিলো না, বরং ছিলো সংযম আর অনুরোধ। এমন পুলিশ আমরা চাই।

বাহবা রিয়াদ!

এখন যখন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি পদক্ষেপ জনগণের নজরে থাকে, তখন রিয়াদ হোসেনের এ দৃশ্যমান মানবিকতা এক নতুন দৃষ্টান্ত হয়ে উঠেছে। শুধু পুরস্কার নয়, এ ধরনের চিন্তাধারাই আগামী দিনের নিরাপদ রাষ্ট্র গড়ার রূপরেখা।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

নির্বাচন ও গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ালে লাভ নেই: রিজওয়ানা হাসান
ট্রাম্পকে প্রকাশ্য হত্যার হুমকি, তেহরানের বার্তা ঘিরে উত্তেজনা
অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল
বাজার স্থিতিশীল করতে এলপি গ্যাস আমদানির পথে সরকার
ঢাকার তিন পয়েন্টে ফের অবরোধে সাত কলেজের শিক্ষার্থীরা
সিলেট সীমান্তে বিস্ফোরকের রহস্যজনক প্রবেশ: নাশকতার আশঙ্কা
পাঁচ ঘণ্টার স্থগিতাদেশ শেষে ইরানের আকাশসীমা পুনরায় উন্মুক্ত
জামায়াত নেতৃত্বাধীন ইসলামি জোট থেকে সরে দাঁড়াচ্ছে ইসলামী আন্দোলন
শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে স্ত্রীর ফেসবুক পোস্ট
নাজমুলের পদত্যাগে অচলাবস্থা: না খেলার সিদ্ধান্তে অনড় ক্রিকেটাররা
এনআইডির গোপন তথ্য পাচারে কোটি টাকার কারবার: দুইজন গ্রেপ্তার
বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক