Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:০১, ৩১ মে ২০২৫

ভুয়া কাগজপত্রে আমেরিকা যাওয়ার চেষ্টা, বিমানের কেবিন ক্রু  আটক

ভুয়া কাগজপত্রে আমেরিকা যাওয়ার চেষ্টা, বিমানের কেবিন ক্রু  আটক
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু জেরিন তাসনিম অনিমা ভুয়া কাগজপত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করার সময় আটক হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন চেকিংয়ে ধরা পড়েন তিনি।

তথ্য অনুযায়ী, তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ইকে ৫৮৭) আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে তার যে 'এনওসি' ছিলো, তা ছিল অবৈধ। এ ছাড়া তিনি এক বছরের ছুটির আবেদন করেছিলেন, কিন্তু তা মঞ্জুর হয়নি।

বিমানের মুখপাত্র জানান, এভাবে ভুয়া কাগজপত্র দিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা চাকরির নিয়ম ভাঙার মতো অপরাধ। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জানা গেছে, অনিমার বাবা বিমানের একজন ফ্লাইট পার্সার। দীর্ঘদিন ধরে তিনি মেয়েকে নানা সুবিধা পাইয়ে দিচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। এমনকি হজ মৌসুমে অতিরিক্ত দায়িত্ব এড়াতে অনিমা ভুয়া চিকিৎসা সনদ দিয়ে ছুটিও নিয়েছিলেন।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ